মোক্ষম অস্ত্র শুভেন্দুর হাতে, লড়াইয়ে নামবে গেরুয়া শিবির! বড় পরিকল্পনা বিরোধী দলনেতার

বাংলা হান্ট ডেস্ক : নতুন পরিকল্পনা করছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । বিভিন্ন দাবিদাওয়া ও সরকারের পক্ষ থেকে কৃষকদের বঞ্চনার অভিযোগে আগামী শুক্রবার পূর্ব বর্ধমানে কৃষক মিছিল ও সমাবেশ করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বড় নীলপুর থেকে প্রথমে কৃষকদের নিয়ে মিছিল এবং তারপর সমাবেশের আয়োজন করেছে বিজেপির (BJP) জেলা নেতৃত্ব।

ফসলের ন্যায্য মূল্য না পাওয়া সহ কৃষক আত্মহত্যার ঘটনাকে হাতিয়ার করে এবার রাজ্য সরকার তথা শাসক দলের বিরুদ্ধে চাপ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। বর্ধমানই শুধু নয়, আগামীদিনে রাজ্যের বিভিন্ন কৃষি প্রধান এলাকাতেও কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।

suvendu

কোথাও বিক্ষোভ প্রতিবাদ, কোথাও পথে নেমে আন্দোলন কর্মসূচি পালন করে পঞ্চায়েত ভোটের আগে কৃষকদের মন পেতে চাইছে পদ্ম শিবির। কৃষকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে শুক্রবার পূর্ব বর্ধমানে কৃষক মিছিল ও সমাবেশে অংশ নেবেন রাজ্যের নন্দীগ্রামের সাংসদ।

বিজেপির অভিযোগ, ‘কেন্দ্রীয় সরকারের তরফে বাংলার কৃষক স্বার্থে অর্থ বরাদ্দ করা হলেও সেখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে। ৭৩ লক্ষ্য নথিভুক্ত কৃষকদের পিএম কিষান মোর্চার আওতায় না এনে ৩১ লক্ষ কৃষককে এর আওতায় এনেছে সরকার।’ যত শীঘ্র সম্ভব প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা লাগু করা সহ কৃষকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে অনেকদিন ধরেই সরব শুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপি।

এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচন, তাই তার আগে সরকারকে চাপে রাখার পাশাপাশি কৃষক অস্ত্রে শান দিতে চাইছে পদ্ম শিবির বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর