হাইকোর্ট ‘রক্ষাকবচ’ তুলে নিতেই এবার মুখ খুললেন শুভেন্দু, বললেন, এই রায় আমার…

Published on:

Published on:

suvendu adhikari(10)

বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েকটা মাস। সবকিছু ঠিক থাকলে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে আজ শুক্রবার বড়সড় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। ২০২২ সালে বিচারপতি রাজশেখর মান্থার দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করেছে বিচারপতি জয় সেনগুপ্ত।

শুভেন্দুর রক্ষা কবচ প্রত্যাহার করেছে হাইকোর্ট | Suvendu Adhikari

এদিন ২০২২ সালে শুভেন্দুকে দেওয়া হাইকোর্টের রক্ষাকবচ প্রত্যাহার করে বিচারপতির মন্তব্য, শুভেন্দুর বিরুদ্ধে রক্ষাকবচের যে রায় ছিল, তা অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল। কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ অনির্দিষ্টকাল চলতে পারে না। এর ফলে থেকে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে রাজ্যকে আর আদালতের অনুমতি নিতে হবে না।

একইসাথে বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া ১৫ টি মামলা খারিজ করেছে হাইকোর্ট। পাশাপাশি মানিকতলা-সহ মোট পাঁচটি মামলায় সিবিআই এবং রাজ্যের যুগ্ম SIT গঠন করার নির্দেশ দিয়ে আদালত জানিয়েছে, ওই সিটে রাজ্য পুলিশের ও সিবিআইয়ের তরফেও সমান প্রতিনিধি থাকবেন।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে কলকাতা হাইকোর্টের এই রায়ে কিছুটা অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতার। এদিন হাইকোর্ট রায় ঘোষণার পরই শাসকদের একাধিক নেতারা সব সুর চড়াতে শুরু করেছেন। তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) আবার বলেন,“আদালত থেকে রক্ষাকবচ নিয়ে যা ইচ্ছে তাই করে বেড়াত। পুলিশ এফআইআর পর্যন্ত করতে পারত না।” “বড় মস্তান” বলেও তোপ দাগেন তিনি।

তৃণমূল সাংসদ আরও বলেন, “শুভেন্দু কেন, ওর ক্লোজ সার্কেলে যারা আছে, তাদের বিরুদ্ধেও মামলা হবে। তদন্ত শুরু হলে চাকরি চুরিতে কত টাকা তুলেছিল শুভেন্দু—সব বেরিয়ে আসবে”। তবে বিরোধীদের আক্রমণে শুভেন্দু অধিকারী অবশ্য সাফ জানিয়েছেন, “তৃণমূল বেকার নাচছে।”

কল্যাণের পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূল বেকার নাচছে। এই মামলা আমারই পক্ষে গেছে”। ব্যাখ্যা দিয়ে শুভেন্দু বলেন, “আমার বিরুদ্ধে যত গুলো মিথ্যে মামলা দিয়েছিল এই জেহাদি সরকার সব স্থগিত করে দিয়েছে আদালত। পাশাপাশি, খুন, হামলা থেকে শুরু করে যা যা মিথ্যে মামলা সাজিয়েছিল সেগুলোও খারিজ করেছে।”

suvendu adhikari(9)

আরও পড়ুন: ৫৬ মামলায় ‘রক্ষাকবচ’ পেলেন অর্জুন সিং, ১০ নভেম্বর পর্যন্ত গ্রেপ্তার নয়, নির্দেশ হাইকোর্টের

বিরোধী দলনেতার কথায়, “এই রায় আমার কাছে কোন নেগেটিভ রায় নয়। তৃণমূল নাচছে নাচুক। ওরা সারাদিন আমাকে নিয়েই ব্যস্ত থাকে।” বিজেপি নেতা তথা আইনজ্ঞ তাপস রায়ও বলেন, রক্ষাকবচ তুলে নেওয়া হয়েছে বলে হইচই করা হচ্ছে, এই ব্যাখ্যাটাই আসলে ভুল।

তাপসবাবু বলেন, “বিরোধী দলনেতার আগেও কোনও রক্ষাকবচ ছিল না, এখনও নেই। আগেও আদালত বলেছিল, হাইকোর্টের অনুমতি নিয়ে এফআইআর দায়ের করতে হবে। এখনও সেই অবস্থানই রয়েছে।”