ক্ষমতায় এলে আবারও পঞ্চায়েত ভোট হবে! তৃণমূলকে চ্যালেঞ্জ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক: ফের বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ক্ষমতায় এলে ফের পঞ্চায়েত ভোট হবে বলে মন্তব্য করলেন তিনি। বীরভূমের সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে মঙ্গলবার বিজেপির (BJP) পঞ্চায়েতি রাজ সম্মেলন ছিল। সেখানে তিনি বলেন, ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে ভোট করে মানুষের পঞ্চায়েত গড়া হবে।

উল্লেখ্য, জুলাই মাসে হওয়া পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক অভিযোগ রয়েছে বিরোধীদের। আর সেই কারণেই এবার ‘মানুষের পঞ্চায়েত’ গড়ার হুঙ্কার দিলেন তিনি। শুভেন্দু বলেন, ‘বালি চলছে, কয়লা চলছে, ডিসিআর চলছে, চুরি চলছে, ঠিকাদারির ভাগ চলছে, বিরোধীদের উপর অত্যাচার চলছে। সব ব্যবস্থারই নাটের গুরু হচ্ছে তোলাবাজ কয়লা ভাইপো (Abhishek Banerjee)। আগে কেষ্ট হয়ে মুড়ির টিন যেত পিসির কাছে। এখন সরাসরি পুলিশের মাধ্যমে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে।’ শুভেন্দু আরও বলেন, ‘অনুব্রতর কাছে যেদিন ভাইপো যাবে, সেদিন আর তৃণমূল থাকবে না। আমরা যেদিন ক্ষমতায় আসব, তৃণমূলের (TMC) চোর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা, গণনায় কারচুপি করা ও বিডিও আইসিদের দ্বারা নির্বাচিতরা পদত্যাগ করতে বাধ্য হবে।’

এদিকে শুভেন্দুর মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল। শাসকদলের মুখপাত্র সুদীপ রাহা (Sudip Raha) বাংলা হান্ট-কে বলেন, ‘২০২৩ সালে শুভেন্দুবাবু বলেছিলেন মানুষের পঞ্চায়েত গড়বেন, কিন্তু পারেননি। ভোটের নিয়ম, সংবিধান কি শুভেন্দুর পৈর্তৃক সম্পত্তি? বাবা এমপি না হলে উনি কোনও দিন কলেজে রাজনীতির আঙিনায় প্রবেশ করতে পারতেন? ওকে তো কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেছে, তাহলে তিনি কীভাবে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়বেন? আর শুনলাম সম্ভবত মঙ্গলবার শুভেন্দুর সভায় বেশ কয়েকজন মহিলা ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ বলে স্লোগান দিয়েছেন। তাহলেই বোঝা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের উপর সাধারণ মানুষের আশীর্বাদ কতটা।’

su abh

উল্লেখ্য, বছর ঘুরলেই লোকসভা ভোট (Loksabha Election)। তাই সংগঠনকে চাঙ্গা করতে ফের মরিয়া গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীও লাগাতার প্রচার শুরু করেছেন।

Monojit

সম্পর্কিত খবর