বাংলা হান্ট ডেস্কঃ অপেক্ষা কার্যত আর মাত্র ৭২ ঘন্টা, তারপরেই বাংলার সবথেকে বড় উপনির্বাচন দেখতে চলেছে বঙ্গবাসী। ভবানীপুরে এখন চলছে জমজমাট প্রচার, একদিকে যেমন রবিবার তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির হয়ে আসরে নেমেছিলেন অভিষেক ব্যানার্জি সহ একাধিক হেভিওয়েট তৃণমূল নেতারা। তেমনি অন্যদিকে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
সুধীর স্ট্রিটে প্রিয়াঙ্কার হয়ে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি বেশ কয়েকটি প্রশ্ন ছুঁড়ে দেন শুভেন্দু। তার পরিষ্কার জিজ্ঞাসা, এখানকার জয়ী তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় দলবদল করেননি, তিনি অসুস্থও হয়ে পড়েন নি। তবে কেন এই কেন্দ্রের ওপর ফের একবার নির্বাচনের দায়ভার চাপিয়ে দেওয়া হল?
ভবানীপুর নির্বাচনী প্রচারে এসে মমতা বলেছিলেন, ভ মানে ভবানীপুর ভ মানে ভারত বর্ষ। এদিন মমতার সেই বক্তব্যের প্রতি তীব্র কটাক্ষ ছুড়ে দেন বিরোধী দলনেতা। তার বক্তব্য, “উনি বলছেন ভ মানে ভবানীপুর ভ মানে ভারতবর্ষ। আমি বলছি ভ মানে ভোটে হারব আমি। ভ-এর তিন মানে ভাতা, ভিক্ষা, ভর্তুকি।”
এদিন বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নেমে শুভেন্দু আরও বলেন, এই নির্বাচন কেন্দ্রে প্রিয়াঙ্কা ভোটে জিতল নিজের বিরোধী দলনেতার আসন প্রিয়াঙ্কাকেই তুলে দেবেন তিনি। তিনি বলেন, “আমি শুভেন্দু অধিকারী বলে যাচ্ছি প্রিয়াঙ্কাকে জেতান আমি দিল্লির নেতাদের বলব আমার চেয়ারটা প্রিয়াঙ্কাকে দিয়ে দেওয়ার জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার চেয়ারটা ধরে রাখতে হবে। আমাকে একটা একটা করে ভোট দিন।” সব মিলিয়ে ৩০ তারিখ ইভিএম যুদ্ধের আগে ভবানীপুরে মহড়া যে ছিল দুর্দান্ত তা বলাই বাহুল্য।