‘১ কোটির বেশি অবৈধ নাম বাদ যাবে’, বাংলা SIR নিয়ে অঙ্ক কষলেন শুভেন্দু

Published on:

Published on:

Suvendu Adhikari Says Bengal BJP Will Gain Big if SIR is Done Properly

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে বিজেপি দাবি করে বলেছে যে সঠিকভাবে SIR হলে ভোটার তালিকা থেকে বাদ যাবে সব ‘অবৈধ অনুপ্রবেশকারী’। আর তার ফলেই বঙ্গ রাজনীতিতে বদলে যেতে পারে সমীকরণ। অন্যদিকে, তৃণমূল এই যুক্তিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। এই নিয়ে ফের মন্তব্য করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

১ কোটির বেশি অবৈধ মুসলিম ভোটার বাদ যাবে তালিকা থেকে, হিসাব শুভেন্দুর (Suvendu Adhikari)

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছেন, “যদি বাংলায় SIR সঠিকভাবে হয়, তাহলে গত ১০-১২ বছরে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ ঘটেছে, তাতে অন্তত ১ কোটিরও বেশি অবৈধ মুসলিম ভোটার তালিকা থেকে বাদ যাবে।” তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে BLO-রা অনেক সময় ঠিকমতো কাজ করতে পারেন না, যার ফলে কিছুটা বাধা আসতে পারে। তবুও বিজেপি লড়বে, আর সেই লড়াইয়ে বিজেপি এগিয়ে থাকবে বলে আশাবাদী শুভেন্দু।

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও শুভেন্দুর (Suvendu Adhikari) সাথে সুর মিলিয়ে একই সুরে বলেন, “SIR-ই বাংলার রাজনীতির গেমচেঞ্জার হবে। অবৈধ রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের নাম বাদ গেলেই ফারাকটা তৈরি হবে।” শুভেন্দুর (Suvendu Adhikari) মতে, বিজেপি ও তৃণমূলের ভোটের ফারাক এখন মাত্র ৪ থেকে ৫ শতাংশ। তাই SIR-এর মাধ্যমে যদি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া যায়, তাহলে বিজেপি অনেকটাই এগিয়ে যাবে।

২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল পেয়েছিল ২৯৪ আসনের মধ্যে ২১৩টি, ভোট শতাংশ ছিল প্রায় ৪৮। অপরদিকে, বিজেপি পেয়েছিল ৭৭ আসন, ভোট ৩৮ শতাংশ। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তফাৎ অনেকটাই কমেছে। তৃণমূলের ভোট ৪৬ শতাংশের কাছাকাছি, বিজেপির প্রায় ৩৯ শতাংশ।

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, “শুধু SIR-কে ভরসা করে জেতা সম্ভব নয়। সংগঠন, প্রার্থী বাছাই ও প্রচারের শক্তিই নির্ধারণ করবে শেষ ফল।” তবে তাঁরা এটাও স্বীকার করছেন যে, যদি ভোটার তালিকা সংশোধন সত্যিই সুষ্ঠুভাবে হয়, তাহলে বিজেপির কিছুটা অ্যাডভান্টেজে থাকবে।

Suvendu Adhikari Says Bengal BJP Will Gain Big if SIR is Done Properly

আরও পড়ুনঃ “এক বছরের মধ্যে তৈরি হবে নতুন ট্যুরিস্ট স্পট”, পাহাড় থেকে ঘোষণা মমতার

তৃণমূল অবশ্য এই হিসেব নিকেশে বিশেষ বিশ্বাস রাখছে না। তাঁদের দাবি, সংগঠনই তাঁদের সবচেয়ে বড় শক্তি। একনিষ্ঠ কর্মী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাই আবারও তাঁদের ক্ষমতায় ফেরাবে। কিন্তু ভোটের আগে শুভেন্দু (Suvendu Adhikari) সহ বিজেপির SIR নিয়ে করা এই হিসাব রাজ্যের শাসক দলের চিন্তা খানিকটা হলেও বাড়িয়েছে।