‘১৫ লক্ষ ৫০ হাজার দিলাম স্যর…’ জেলে বসেই চলছে চাকরি বিক্রি? জীবনকৃষ্ণকে নিয়ে বিস্ফোরক শুভেন্দু

Published on:

Published on:

Suvendu Adhikari says jailed TMC MLA running job selling racket from prison
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, জেলে বসেই জীবনকৃষ্ণ চাকরি দেওয়ার নামে টাকা লেনদেন চালাচ্ছেন এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটাচ্ছেন। শনিবার এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ তুলে একের পর এক অডিয়ো, ভিডিও ক্লিপ ও ছবি প্রকাশ করেন তিনি।

বিস্ফোরক দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)

শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, বিধায়ক কারাগারে থেকেও অবাধে মোবাইল ফোন ব্যবহার করছেন। শুভেন্দু বলেন, “নতুন পরীক্ষার রেজাল্টেও প্রভাব খাটিয়েছেন জীবনকৃষ্ণ সাহা। জেলে ফোন ব্যবহার করেছেন।” এরপরই নিজের মোবাইল ফোন থেকে কয়েকটি ছবি, ভিডিও এবং অডিয়ো প্লে করেন বিরোধী দলনেতা। তাঁর দাবি পুরুষকণ্ঠটি জীবনকৃষ্ণ সাহার কণ্ঠস্বর।

একটি অডিয়ো ক্লিপে শোনা যায় এক পুরুষকণ্ঠ বলছে,“এই মুহূর্তে ৫০ টাকা আগে পাঠাতে হবে…”। এরপর নারীকণ্ঠের জবাব,“হ্যাঁ স্যর, টাকা চলে এসেছে। আমি পাঠাচ্ছি। স্যর, ১৫ লক্ষ ৫০ হাজার আপনাকে দেওয়া হল।” এই পর্যায়েই ফোনটি কেটে যায়। শুভেন্দুর দাবি, অডিয়োটির তারিখ ১৬ নভেম্বর এবং পুরুষকণ্ঠটি জীবনকৃষ্ণ সাহারই।

আরেকটি অডিয়োতে নারীকণ্ঠকে বলতে শোনা যায়, “আপনি কবে ফিরবেন স্যর?” জবাবে পুরুষকণ্ঠ বলে, “তাড়াতাড়ি চেষ্টা করছি।” এরপর ওই নারী বলেন,“একই জিনিস বারবার রিপিট।” উত্তরে পুরুষকণ্ঠ বলে, “হ্যাঁ সত্যি! বিরক্ত লাগে এইভাবে। একই মানুষকে কতবার ধরবে? আগে সিবিআই ধরল, একবার ইডি ধরছে। যখন ধরবি তো একসঙ্গে ধরে নে”

শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ এখানেই শেষ হয়নি। এদিন শুভেন্দু স্পষ্ট বলেন, “জেলে গেলে কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। পার্থ-জীবনের মতো লোকজনকে ইডি পাঁচ দিন পিসিতে রাখছে, তারপর তো জেলে পাঠাতে হচ্ছে। সেখানে ফাইভ স্টার ব্যবস্থা, গরমকালে এসি, শীতকালে গরম জল। তৃণমূলের লেভেল হাই চোর হলে ওদের জন্য পিজির উডবার্ন ওয়ার্ড আছে।”

Suvendu Adhikari says jailed TMC MLA running job selling racket from prison

আরও পড়ুনঃ রাজভবনের বিরুদ্ধে মন্তব্য করে বিপাকে তৃণমূলের কল্যাণ, এ বার বড় পদক্ষেপের পথে সিভি আনন্দ বোস

প্রসঙ্গত, জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় পরপর ২ বার গ্রেপ্তার হয়েছেন। প্রথমবার ধরা পড়ে জামিনে মুক্তি পেলেও পরে ফের ইডির হাতে ধরা দেন তিনি। বিরোধী দলনেতার (Suvendu Adhikari) অভিযোগ, জেলে থেকেও তাঁর প্রভাব আগের মতোই রয়েছে এবং পুরো নিয়োগ প্রক্রিয়াকে তিনি নিজের সুবিধামতো পরিচালনা করছেন।