অভিষেকের এলাকায় পুজো উদ্বোধনে যাচ্ছেন শুভেন্দু, নিরাপত্তা দেবে রাজ্য পুলিশ, কড়া নির্দেশ হাই কোর্টের

Published on:

Published on:

Suvendu Adhikari seeks High Court permission before attending Jagaddhatri Puja in Diamond Harbour

বাংলা হান্ট ডেস্কঃ জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অভিষেক ব্যানার্জীর এলাকা ডায়মন্ড হারবারের মন্দিরতলা ও আমতলায় পুজোর উদ্বোধনে যোগ দেওয়ার কথা তাঁর। তবে সেই সফর ঘিরেই নতুন করে চাঞ্চল্য ছড়াল রাজ্যের রাজনীতিতে।

শুভেন্দুর (Suvendu Adhikari) সফরে নিরাপত্তা দেবে রাজ্য পুলিশ, জানাল হাই কোর্ট

সোমবার কলকাতা হাইকোর্টে আবেদন জানান শুভেন্দু (Suvendu Adhikari)। শুনানি শেষে বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন বিরোধী দলনেতার সফরে রাজ্য প্রশাসনকে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ আদালত অনুমতি দেওয়ার পাশাপাশি কড়া নির্দেশও দিয়েছে রাজ্য সরকারের উদ্দেশ্যে।

আদালতের রায়েই তুঙ্গে রাজনীতি

আদালতের রায় প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় রাজ্যের রাজনৈতিক মহলে। বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের বলেন, “বাংলায় যে আইনের শাসন নেই, আদালতের এই নির্দেশই তার প্রমাণ। শুধু মুখেই বলে ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু বাস্তবে চলছে গুন্ডারাজ। এখন পুজোয় যেতে গেলেও আদালতের দ্বারস্থ হতে হচ্ছে বিরোধী দলনেতাকে!” তিনি আরও বলেন, “তৃণমূল পুলিশকে পার্টি ক্যাডারে পরিণত করেছে। বাংলায় এখন গুন্ডা-মস্তানের রাজত্ব চলছে। এমনকি মা কালীও এদের অত্যাচার থেকে রেহাই পাচ্ছেন না।”

যদিও শাসকদল তৃণমূল কংগ্রেস এই নিয়ে মুখ খুলতে নারাজ। তবে দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “উনি তো কথায় কথায় কোর্টে যান। তবে ঘটনাটা ঠিক কী, তা না জেনে মন্তব্য করা ঠিক হবে না।”

Suvendu Adhikari seeks High Court permission before attending Jagaddhatri Puja in Diamond Harbour

আরও পড়ুনঃ ৫ মের মধ্যে না হলে রাষ্ট্রপতি শাসন! SIR শুরুর দিনেই বিস্ফোরক বার্তা শুভেন্দুর, আর কী বললেন?

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিষেকের এলাকায় জগদ্ধাত্রী পুজো সফর ঘিরে এখন রাজ্যজুড়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।