বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েই চলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা ডেডলাইন বেঁধে বলেন, “আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়ালের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএএস-আইপিএস অফিসারদের, আপনার সিএমও-র স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজ কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলব। ফাঁস করুন। আপনাকে সোমবার বিকাল ৫টা অবধি টাইম দিয়ে গেলাম। প্রমাণ দিতে হবে আপনাকে।”
উল্লেখ্য, ২০২৫ সালের বিধানসভা ভোটের প্রস্তুতি হিসাবে রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR (Special Revision) কার্যক্রম শুরু হতে চলেছে। ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন কোমর বেঁধে প্রস্তুতি নিলেও, রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে তীব্র বিস্ফোরক মন্তব্য করেছেন।
গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানে যিনি CEO, রাজ্যের থেকে যিনি গেছেন, যাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেগুলো সময় হলে বলব। আশা করি, তিনি বেড়ে খেলবেন না। মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন। যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। SIR শুরু করার আগেই ওটা ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো অফ। মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজন অফিসারকে ডেকে মিটিং করা আর থ্রেট করা। রাজ্য সরকারকে পুরোপুরি বাদ দিয়ে। আজ বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না। নিজেদের আগুন নিয়ন্ত্রণ করুন।”
আরও পড়ুনঃ ৭৮ হাজার কোটি ঋণ! ডিসেম্বরেই বার্ষিক লক্ষ্য ছুঁবে রাজ্য
শুভেন্দুর পাল্টা ডেডলাইন ও প্রমাণ দাবি রাজ্যের রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে তুলেছে। নির্বাচনী বছরকে সামনে রেখে এই ধরণের প্রতিক্রিয়া রাজনৈতিক মহলের মধ্যে নতুন আলোড়ন সৃষ্টি করেছে।