বাংলাহান্ট ডেস্ক : বাংলায় আবারও হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুরের অভিযোগ। জয়নগর বিধানসভা এলাকার একটি ভিডিও শেয়ার করে গুরুতর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভিডিও শেয়ার করে পুলিশ প্রশাসন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন শুভেন্দু।
হিন্দু দেবীর মূর্তি ভাঙচুরের অভিযোগে সরব শুভেন্দু (Suvendu Adhikari)
বিরোধী দলনেতার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা হয়েছে। এক ব্যক্তিকে বলতে শোনা যায়, দুষ্কৃতীরা ভাঙচুর করেছে মূর্তি। শুধু তাই নয়। সিভিক ভলান্টিয়ারকে দিয়ে নতুন একটি মূর্তি এনে সেখানে স্থাপন করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে। ওই সিভিক ভলান্টিয়ারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা।

কী অভিযোগ বিরোধী দলনেতার: ভিডিওটি শেয়ার করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি লিখেছেন, ‘জয়নগর বিধানসভায় হিন্দু দেবদেবীর মূর্তি আবার ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। এলাকার মানুষরা পথ অবোরোধ করে বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশ অবরোধকারীদের মরধর করে বলে অভিযোগ। শুধু তাই নয় স্থানীয় পুলিশ প্রশাসন দুষ্কৃতীদের ধরার চেষ্টা না করে এক সিভিক ভলান্টিয়ার কে দিয়ে একটি নতুন মূর্তি এনে সেখানে স্থাপনের চেষ্টা করে।’
আরও পড়ুন : গান গাইতে হেনস্থার অভিযোগ, ‘জাগো মা’ গাইতে বাধা তৃণমূল নেতার? লিখিত অভিযোগ দায়ের লগ্নজিতার
তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর: শুভেন্দু প্রশ্ন তুলেছেন, ‘এভাবে আর কতদিন? মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন আর তোষণ নীতির ফল আর কতদিন ভোগ করবে হিন্দুরা। আজ পর্যন্ত এই ধরণের ঘটনায় মমতা প্রশাসন কাউকে ধরে শাস্তির আওতায় আনেনি শুধুমাত্র ভোটের রাজনীতির কারণে।’
আরও পড়ুন : চলতি মাসেই বাড়ছে ভাড়া, যাত্রীদের চিন্তা বাড়িয়ে বড় ঘোষণা রেলের
একই সঙ্গে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে হিন্দুদের প্রতি শুভেন্দুর বার্তা, ‘অবিলম্বে এই তোষণকারী সরকারকে বিদায় দিতে না পারলে হিন্দুদের জন্য আগামীদিন বড়োই ভয়ঙ্কর হতে চলেছে। সকল হিন্দুদের বলব দলমত নির্বিশেষে এক হয়ে এই সরকারের গণতান্ত্রিক পদ্ধতিতে পরিবর্তন ঘটানো আশু প্রয়োজন নচেৎ এই নির্লজ্জ প্রশাসনের ঘুম ভাঙবে না আর হিন্দুদের আস্থার উপর এমন আঘাতের ঘটনা বারবার ঘটবে।’












