বাংলা হান্ট ডেস্কঃ নবান্নে লোকায়ুক্ত নিয়োগ ও মানবাধিকার কমিশনের জন্য নবান্নে দু’টি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছিল। এই বৈঠকের আমন্ত্রণ পেয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগেই ধারণা ছিল যে তিনি যাবেন না। সেই ধারণা মতই রবিবার তিনি স্বরাষ্ট্রসচিব, এবং কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার সচিবকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেন যে তিনি নবান্নের কোনও বৈঠকেই থাকবেন না।
কেন যাচ্ছেন না শুভেন্দু (Suvendu Adhikari)?
চিঠিতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কয়েকটি বড় কারণ উল্লেখ করেছেন। শুভেন্দু চিঠিতে লিখেছেন-
- বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ আক্রান্ত হয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী চুপ ছিলেন।
- বিজেপির দুই নেত্রীর বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, এই ছবি AI দিয়ে বিকৃত করা হয়েছে।
- কালীপুজোর একটি কর্মসূচিতে গিয়ে তিনিও আক্রান্ত হয়েছিলেন। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি।
- শুভেন্দুর অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে মানবাধিকার লঙ্ঘন করছেন এবং বহু বছর ধরে সংবিধানের মূল্যবোধ নষ্ট করছেন।
এছাড়া শুভেন্দু (Suvendu Adhikari) আরও লিখেছেন, পুলিশের একটি বড় অংশ এখন রাজনৈতিক দলের “পদলেহনকারী কর্মী”-র মতো আচরণ করছে।
বৈঠকে না গিয়েও মতামত দেবেন বিরোধী দলনেতা
তবে শুভেন্দু (Suvendu Adhikari) জানিয়েছেন বৈঠকে তিনি না থাকলেও লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশনের সম্ভাব্য নামের তালিকা যেন পরে তাঁকে পাঠানো হয়। সেই তালিকা দেখে তিনি তাঁর মতামত দেবেন।

আরও পড়ুনঃ ওয়াকফ নিয়ে ‘উলটপুরাণ’-এ ক্ষুব্ধ হুমায়ুন, ‘সরকারকে মূল্য দিতে হবে’, বললেন ভরতপুরের বিধায়ক
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এই চিঠি ঘিরে রাজ্যে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। নবান্নের বৈঠক বয়কট করে তিনি যে বার্তা দিতে চাইলেন, তাতে স্পষ্ট যে, রাজ্যের পরিস্থিতি নিয়ে তিনি অত্যন্ত ক্ষুব্ধ।












