বাংলা হান্ট ডেস্কঃ আজ শেষ দিন, আজই দ্বিতীয় দফার নির্বাচনের জন্য ভোট প্রচার বন্ধ হয়ে যাবে। তাঁর আগে ভোটারদের মন কাড়তে প্রতিটি রাজনৈতিক দলই জোরকদমে প্রচার কাজ চালিয়ে যাচ্ছে। আগামী ১ এপ্রিল একুশের নির্বাচনের হটস্পট নন্দীগ্রামে ভোট হবে। আর তাঁর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে নিজেদের হয়ে প্রচার কাজে ব্যস্ত।
সোমবার নন্দীগ্রামে একাধিক সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে একটি রোড শো’ও করেন তিনি। প্রতিটি সভা থেকেই বিজেপি এবং শুভেন্দু অধিকারীকে একের পর এক আক্রমণ করে যান তিনি। আরেকদিকে, সোমবার শুভেন্দু অধিকারীও নন্দীগ্রামে মাটি কামড়ে পড়েছিলেন। তিনিও একাধিক সভা করে ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যান।
সোমবার নন্দীগ্রামের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যু নিয়ে আক্রমণ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন দুর্নীতি, তোলাবাজ, কাটমানি তৃণমূলের রক্তে রয়েছে আর এখন ভোটের মুখে হিন্দু সাজার নাটক করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, উনি মঞ্চে উঠে নিজেকে হিন্দু প্রমাণ করতে ভুল চণ্ডীপাঠ করেন। উনি ভগবান নারায়ণকে বিষ্ণুমাতা বলেন, কিন্তু কলমাটা ঠিক করে পড়েন। শুভেন্দু অধিকারী এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বেগম বলেও আক্রমণ করেন।
আরেকদিকে, আজও নন্দীগ্রামে ঠাঁসা কর্মসূচি রয়েছে দুই দলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নন্দীগ্রামে একাধিক সভা করবেন। আবার আজ শুভেন্দুর হয়ে নন্দীগ্রামে প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ অমিত শাহ ভেটুরিয়া থেকে রেয়াপাড়া পর্যন্ত একটি রোড শো করবেন।