ডায়মন্ড হারবারে অভিষেকের রেকর্ড জয়ের নেপথ্যে আসল কারণ কী ছিল? সভামঞ্চ থেকে বোমা ফাটালেন শুভেন্দু

Published on:

Published on:

Suvendu Adhikari slams Abhishek’s 7-lakh win in Diamond Harbour

বাংলা হান্ট ডেস্কঃ ডায়মন্ড হারবারে ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড সাত লক্ষের জয়ের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, ভোটের দিন একাধিক বুথে জালিয়াতি, ভয় দেখানো এবং এজেন্টদের দিয়ে চাপ সৃষ্টি করানো হয়েছিল।

‘৯০০-র বেশি বুথে সেলোটেপ লাগানো ছিল’, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)

এদিন সভামঞ্চ থেকে শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, “তিনি নাকি সাত লক্ষ ভোটে জিতেছেন। জানেন, ৯০০-র বেশি বুথে সেলোটেপ লাগানো ছিল। ৮ জন করে পোলিং এজেন্ট জাহাঙ্গির বাহিনীর। আপনি যদি গিয়ে ভিতর থেকে চিৎকার করেন, যে আমি পদ্মফুল বা অন্য কোনও প্রতীক খুঁজে পাচ্ছি না, তাহলে আপনি যখন বুথ থেকে বেরোবেন, তখনই মারবে। আবার যদি নাও টেপেন, শব্দ না হয়, তাও মারবে। এই করে সাত লক্ষ ভোটে জিতেছে।”

শুভেন্দুর (Suvendu Adhikari) আরও দাবি করে বলেন, বুথগুলিতে স্বাধীন ও নিরপেক্ষ ভোটদান সম্ভব হয়নি। এমনকী ভোট না দিলে ভোটারদের মারধরের হুমকিও দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপি নেতা অনুরাগ ঠাকুরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি ছিল, ডায়মন্ড হারবারে কয়েক লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। অনুরাগ সাংবাদিক বৈঠক করে বিষয়টি প্রকাশ্যে আনেন।

এই অভিযোগের ইস্যুতে পাল্টা আক্রমণ শানায় তৃণমূলও। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “এর আগে ওনার দলের মন্ত্রী অনুরাগ ঠাকুরও এই একই কথা বলেছিলেন। যে যে তথ্যে অসঙ্গতির কথা তিনি সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি অনুরাগ ঠাকুরের বাড়িতে গিয়ে সমস্ত তথ্য সম্বলিত ভিডিয়ো ডেটা দিয়ে এসেছিলেন। এরপর শুভেন্দু প্রসঙ্গে তিনি বলেন, “ভোট চোর শুভেন্দুর থেকে কোনও জ্ঞানের বাণী শুনব না।”

Suvendu Adhikari slams Abhishek’s 7-lakh win in Diamond Harbour

আরও পড়ুনঃ ভোটব্যাঙ্কের রাজনীতি? OBC সংরক্ষণ নিয়ে মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

প্রসঙ্গত, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের বিশাল ব্যবধান নিয়েই ফের সরগরম রাজনীতি। বিরোধী দলের নেতা (Suvendu Adhikari) ভোট জালিয়াতির অভিযোগে সরব হলেও তৃণমূল অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের মাসখানেক পর ফের এই ইস্যুতে শাসক-বিরোধী দ্বন্দ্ব রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে।