‘লাল দিয়ে যেটা দাগ সেটা দেখুন…জগিং করতে স্পেনে গিয়েছেন মমতা’, শুভেন্দুর তুমুল খোঁচা

   

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ ৫ বছর পর বিদেশ পাড়ি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে ভ্রমণে নয়, বড়সড় প্রতিনিধিদল সঙ্গে করে রাজ্যের জন্য বিদেশি লগ্নি টানতে ১২ দিনের স্পেন (Spain) সফরে তৃণমূল সুপ্রিমো। বর্তমানে স্পেনেই রয়েছেন তিনি।

সূত্রের খবর, স্পেনে একের পর এক বড় বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে তিনি বৈঠকে বসছেন। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন জারার মতো বস্ত্র প্রস্তুতকারক সংস্থা অন্য একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এ রাজ্যে নিজেদের উৎপাদনকেন্দ্র গড়তে চলেছে। ডিসেম্বর মাসের দিকেই নাকি উৎপাদনও শুরু হয়ে যাবে, এমনই যুগান্তকারী সম্ভাবনার কথা জানিয়েছেন মাননীয়া।

এই সবের পাশাপাশি স্পেনে মমতার জগিং ও অ্য়াকর্ডিয়ান বাজানোর ভিডিয়ো শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে। তবে এবার মমতার এই হাটাহাটি নিয়েও আক্রমণে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মউ স্বাক্ষর নিয়েও তীব্র খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন: ED-র প্রধান হিসেবে মেয়াদ শেষ সঞ্জয়ের! নতুন দায়িত্বে এলেন এই IRS অফিসার

টুইট করে শুভেন্দু লিখেছেন, ‘স্প্যানিশ ভ্যাকেশনের এক ঝলক। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী জগিং করতে, অ্যাকর্ডিয়ান বাজাতে স্পেনে গিয়েছেন। অ্যাকর্ডিয়ান নামে বাদ্যযন্ত্র বাজিয়েছেন। পারিষদদের সঙ্গে নিয়ে মাদ্রিদের রাস্তায় ঘুরছেন।কোনও সরকারি কাজ নেই এটা বুঝতে পেরেই একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছেন। কারণ এখানে ফিরে এটা দেখাতে হবে যে কত সরকারি কাজ হয়েছে। লাল দিয়ে যেটা দাগ দিয়েছি সেটা দেখুন। ‘দুপক্ষই বাংলায় স্প্যানিশ শেখার সম্ভাব্য দিক নিয়ে আলোচনা করেছে। এদিকে কলকাতায় ইতিমধ্যেই একাধিক প্রতিষ্ঠানে স্প্যানিশ শেখার একাধিক কোর্স রয়েছে। গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার রয়েছে। সেই প্রতিষ্ঠানে গত কয়েক দশক ধরে স্প্যানিশ শেখানো হয়।’

https://x.com/SuvenduWB/status/1702551627213996462?s=20

আরও পড়ুন: মহারাজ এবার ‘শিল্পপতি’! কোথায়, কিসের কারখানা গড়ছেন সৌরভ? স্পেন থেকে বড় আপডেট

শুভেন্দুর খোঁচা, ‘মুখ্যমন্ত্রী ও তার পারিষদরা স্পেনের রাজধানীতে ভালো সময় কাটাচ্ছেন। তারা ছুটি কাটাচ্ছেন। আর বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন, দেখাচ্ছেন যেন কত কাজ হচ্ছে। মউ স্বাক্ষর নিয়ে কত কথা। কিন্তু রাজ্যে মানুষ জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উল্লেখযোগ্য একটা প্রাপ্তি হয়েছে। সেটা হল বাস্তবায়িত হয়নি এমন মউ স্বাক্ষরের নিরিখে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড৷’’

বিরোধী দলনেতার কথায়, ‘একবার বিষয়গুলি থিতিয়ে যাওয়ার পরে আমরা জানতে পারব কতগুলি মউ-এর শেষ পরিণতি হল ডাস্টবিনে। আর কতগুলি পরের ধাপে যেতে সক্ষম হল। ‘

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর