‘অধিকারী পরিবার না থাকলে দিদিমণি থেকে দিদিমা হয়ে যেতেন’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার উদ্দেশ্যে গতকাল গ্রামবাসীদের মাঝে নিজের বুথে এসে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখান থেকেই মুখ্যমন্ত্রী এবং ‘ভাইপো’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করলেন তিনি।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে নন্দনায়ক বাড়ে এলাকায় প্রধানমন্ত্রী মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। সেখানে প্রধানমন্ত্রীর পুরো অনুষ্ঠানটি শোনার পরেই বেশ আক্রমণাত্মক মেজাজকে দেখা যায় তাঁকে। মুখ্যমন্ত্রী প্রসঙ্গে তিনি বলেন, “অধিকারী পরিবার সেই সময় ছিল বলেই পিসিমণি মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। আমরা যদি না থাকতাম, তাহলে উনি দিদিমণি থেকে দিদিমা হয়ে যেতেন।”

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দুর মধ্যে বাদানুবাদ দেখে চলেছে বঙ্গবাসী। সম্প্রতি, দুজনেরই একে অপরের প্রতি আক্রমণে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি আর এদিন সেই ধারা বজায় রেখে অভিষেককে কটাক্ষ ছুঁড়ে দেন বিরোধী দলনেতা। তিনি বলেন, “2011 সালে নন্দীগ্রামে একাধিক মানুষের মৃত্যু হয় আর তারপর থেকে এখানে রাজনীতি শুরু হয়েছে। ও (অভিষেক) বাংলায় বহিরাগত। দিল্লি থেকে এখানে এসে রাজনীতি শুরু করে দিয়েছে। ছাত্র রাজনীতি থেকে বিরোধী আন্দোলন, কোথাও কোনো চিহ্ন নেই ওর। কিন্তু তা সত্বেও বর্তমানে 150 কোটি টাকার বাড়ি এবং 60 লক্ষ টাকা দিয়ে ফরচুনার কিনেছেন। মানুষ সব দেখছে।”

এছাড়াও তিনি বলেন, “আমি ওকে প্রশ্ন করতে চাই যে, ওর পেশা কি কিংবা এত টাকা কোথা থেকে আসছে? রুচিরা নারুলা কে? বিনয় মিশ্র কে? এরকম একাধিক প্রশ্ন রয়েছে বঙ্গবাসীর মনে।” এদিন নন্দীগ্রামে দাঁড়িয়ে সিবিআইয়ের উপরেও নিজের ক্ষোভ উগরে দেন শুভেন্দু। তাঁর মতে, “বর্তমানে অভিযুক্তদের তলব করে জামাই আদর করছে সিবিআই। এটা উচিত নয়; ওই মোটা প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ওম প্রকাশ চৌতালার কাছে পাঠানো উচিত আর ভাইপোকে মধু কোড়ার কাছে।”

Sayan Das

সম্পর্কিত খবর