‘মোটা পার্থ, চোর পার্থ, শিক্ষক শব্দটাকেই গোলমাল করে দিয়েছে’, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর জুলাই (Recruitment Scam) মাস থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) তার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি। তারপর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব।

প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। তার পর থেকেই আঙ্গুল উঠতে শুরু হয়েছে রাজ্যের শিক্ষাব্যবস্থায়। পার্থকে গ্রেফতারির পর কোমর বেঁধে দুর্নীতির তদন্তে নামে ইডি, সিবিআই। এরপর দুর্নীতির অভিযোগে একে একে গোয়েন্দাদের হাতে গ্রেফতার হন শিক্ষা দফতরের একাধিক আধিকারিক।

এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য সহ জেলবন্দি আরও বহুজনা। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির হাত কতদূর বিস্তৃত তা জানা নেই কারও। এই আবহেই গতকাল শিক্ষক দিবসের দিন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ঝাঁঝালো আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আরও পড়ুন: ঘোর বিপর্যয়! আজ থেকে ঝড়-জল বাড়বে দক্ষিণে, ৭ জেলায় তুমুল সতর্কতা

ঠিক কী বললেন শুভেন্দু? মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়কে একহাত নিয়ে মিডিয়ার সামনে শুভেন্দু বলেন, “এই মোটা পার্থ, চোর পার্থ, শিক্ষক শব্দটাকেই গোলমাল করে দিয়েছে। ছাত্র-ছাত্রীদের কোমল মনের ওপর প্রভাব পড়ছে। “

suvendu

আরও পড়ুন: পুজোর আগেই লটারি! বেতন বাড়ছে এই সকল সরকারি কর্মীদের, নির্দেশিকা জারি করল অর্থদপ্তর

এরপর সাংবাদিকদের উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, ” আপনারা বুম নিয়ে ঢুকে যাচ্ছেন স্কুলে। ভুয়ো শিক্ষকের কাছে। ভুয়ো শিক্ষক ছুটছে। আপনারা ছবি দেখাচ্ছেন। মুখ চাপা দিচ্ছি, রুমাল বেঁধে দিচ্ছে। আর এই সব কিছুর জন্য সামগ্রিকভাবে শিক্ষক শব্দের অমর্যাদা হচ্ছে।” শিক্ষক দিবসের দিন ঠিক এ কথাই শোনা গেল বিরোধী দলনেতার মুখে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর