‘রাজ্য সরকার দেউলিয়া হয়ে গেছে, কয়েকদিন পর বেতনও দিতে পারবে না’, বিস্ফোরক শুভেন্দু

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকার পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছে। এমনকি যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের বেতনও। এনএসিসি (NCC)-এর তহবিল বন্ধ নিয়ে বিতর্কে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার দক্ষিণ ২৪ পরগনায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘শুধু এনসিসির ফান্ড নয়, অনেক কিছুই বন্ধ। এই যে ঝড় আসার কথা ছিল। সিভিল ডিফেন্সের ছেলেগুলোকে কাজ করতে বলা হয়েছে। ওরা ৬ মাস হল বেতন পায় না। সরকার পুরো দেউলিয়া হয়ে গিয়েছে। এবং এরা কিছুদিনের মধ্যে বেতনটাও আর দিতে পারবে না’।

এনসিসি-র পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তহবিল বরাদ্দ না করার অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ ৩ কোটি টাকা তহবিল পাওনা রয়েছে তাদের। অবশ্য রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান এনসিসি-কে ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তবে এনসিসি জানায়, তহবিল বরাদ্দ না করা হলে নতুন ক্যাডেট নিয়োগ করা সম্ভব হচ্ছে না।

এই বিষয় নিয়ে শাসক দলকে বিঁধেছে সিপিআইএমও। তাদের দাবি, এনসিসি করলে তো কেউ তৃণমূল করতে যাবে না। তৃণমূল বিশৃঙ্খলা চায়। তাই যুবকদের শৃঙ্খলাবদ্ধ হওয়ার প্রশিক্ষণে তৃণমূলের এত আপত্তি।

এনসিসি পশ্চিমবঙ্গ শাখার জনসংযোগ আধিকারিক মেজর ব্রিজভূষণ সিংয়ের দাবি, মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ দফায় রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মুখ্যসচিব ও অর্থসচিবের কাছে ফান্ড চেয়ে দরবার করেও সুরাহা হয়নি বলে অভিযোগ। এনসিসি-র দাবি, টাকার অভাবে ক্যাম্পের আয়োজন করা যাচ্ছে না। ক্যাম্প না হওয়ায় সমস্যায় পড়ছেন ক্যাডেটরা। ফান্ড না আসা পর্যন্ত নতুন করে ক্যাডেট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিসি। প্রতিরক্ষা মন্ত্রকে বিষয়টি জানিয়েছেন এনসিসি-র ডিজি। দু’বছর বন্ধ ফান্ড, বকেয়া প্রায় ১০ কোটি, দাবি এনসিসি-র।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর