বাংলা হান্ট ডেস্কঃ চাঁচল কলেজে ঘটনা নিয়ে এবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিক্ষোভ কর্মসূচি চলাকালীন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। ফেসবুক পোস্টে তিনি সরাসরি আক্রমণ শানালেন তৃণমূল ও তাদের ছাত্র সংগঠনের বিরুদ্ধে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোয় ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)
প্রসঙ্গত, ২রা সেপ্টেম্বর চাঁচল কলেজে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ, এ বি সোহেলের নেতৃত্বে ওই বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি দাহ করা হয়। এখানেই থেমে থাকেনি ঘটনা। অভিযোগ উঠেছে, ঐদিন বিক্ষোভে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও আগুনে পোড়ানো হয়, যা ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বিরোধীদের।
এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি লিখেছেন, “তৃণমূল ছাত্র পরিষদের চাঁচল কলেজ ইউনিট এর সদস্যরা বিশ্ববরেণ্য কবি তথা বাংলা বাঙালি ও সারা ভারতবর্ষের গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে প্রতিবাদ যানাচ্ছে !!! তৃণমূল কংগ্রেস এক রাশ লজ্জা ! ছিঃ!”
এরপর বাঙালি অস্মিতা প্রসঙ্গ টেনে শুভেন্দু (Suvendu Adhikari) তাঁর পোস্টে আরও কটাক্ষ করে বলেন যে, “মাননীয়া যখন বাঙালি অস্মিতা’র জিগির তুলে মেকি ভাষা আন্দোলনের নামে বাংলার জনগণকে বোকা বানানোর ব্যার্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তখন বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তির ছবি পোড়াচ্ছে ওনারই দলের ছাত্রছাত্রীরা। এটাই তৃণমূলের আসল চেহারা। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কে এরা সম্মান জানাবে এটা তো আশা-ই করা যায় না। এই ঘৃণ্য কাজের কোনো নিন্দাই যথেষ্ট নয়।”
আরও পড়ুনঃ বাজিমাত বিজেপির! নন্দীগ্রামে সমবায় নির্বাচনে কংগ্রেসকে ঢাল বানিয়েও হেরে গেল তৃণমূল
চাঁচল কলেজের ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির। এখন দেখার বিষয়, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এই প্রতিক্রিয়ায় শাসকদল তৃণমূল কংগ্রেস কী অবস্থান নেয়।