‘প্রসঙ্গ যখন শিল্প, তা কচুরিপানা হোক, বা ভোটে কারচুপি, তৃণমূলই সেরা :TMC কে খোঁচা শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক : সদ্য শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। দিকে অশান্তির খবরে ভারাক্রান্ত বাংলার আকাশ। একাধিক এলাকায় নির্বাচন কমিশনের আদেশে অনুষ্ঠিত হচ্ছে পুনরায় নির্বাচন। সেখানেও চলছে অশান্তি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সরকারকে (Trinamool Government) রীতিমতো তুলোধোনা করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এদিন নন্দীগ্রামের বিধায়ক লেখেন, “গঞ্জে ‘কচুরিপানা শিল্প’ হোক বা না হোক, ভোটের সময় “কারচুপি শিল্প” কে অন্য মাত্রায় নিয়ে গেছে শাসক দল।
মানুষ বোম বন্দুক ধমক চমক উপেক্ষা করে ভোটে লড়লেন, ভোটের দিনের সন্ত্রাসের কিছুটা প্রতিরোধও করলেন। কিন্তু গণনা কেন্দ্রে যে লুটতরাজ সংগঠিত হলো প্রশাসনের দ্বারা, সেখানে তো জনগনের প্রবেশ নিষেধ।
কতিপয় বিরোধী প্রার্থী ও কাউন্টিং এজেন্ট বনাম দলদাস পুলিশ প্রশাসন ও শাসক দলের স্থানীয় মাতব্বরগণ, যাদের অবাধ প্রবেশের জন্য ঢালাও প্রবেশপত্র আই কার্ড বিলি করা হয়েছিল।’

   

এর পর শুভেন্দু লেখেন, ‘গণনা কেন্দ্রে পুরো সিস্টেম কাজ করছিলো এই উদ্দেশ্যে যে কিভাবে বিরোধীদের কোণঠাসা করা যায় ও চাপে ফেলা যায় :
১) সকালে গণনা ইচ্ছে করে ২-৩ ঘণ্টা দেরিতে শুরু করা হয়, এবং ঘন ঘন বিনা কারণে গণনা বিলম্বিত করা হয় যাতে, যখন পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনের গণনা শুরু হবে, তখন যেন মধ্যরাত পেরিয়ে যায়।

mamata suvendu

দ্বিতীয় কারণ হিসাবে শুভেন্দু তুলে ধরেন, ‘গ্রাম পঞ্চায়েতের ফলাফল হয়ে যাওয়ার পর সেই সব এলাকার প্রার্থীরা তাদের কাউন্টিং এজেন্টদের নিয়ে বেরিয়ে যেতে বাধ্য হন। তাই যখন পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনের গণনা মধ্য রাতে চলছে, তখন হাতে গোনা কয়েকজন বিরোধী প্রার্থী উপস্থিত রয়েছেন।’

তিনি আরও লেখেন, ‘গণনা কেন্দ্রের বাইরে ও ভেতরে চলছে ব্যাপক সন্ত্রাস। বিরোধী প্রার্থীদের হুমকি দেওয়া হয়, হয় ভুলভাল ফলাফল মেনে নিন নয়তো বাড়ি ফিরবেন কি করে। একটা বিষয় লক্ষণীয় যেখানে গ্রাম পঞ্চায়েতের ফল বিরোধীদের পক্ষে গেছে, সেখানেই নাকি শাসক দল ওপর দুই স্তরে ব্যাপক ভোট পেয়েছে ! হাস্যকর।

শুভেন্দুর দাবি, ‘অনেকেই পঞ্চায়েত নির্বাচন, তার খুঁটি নাটি সম্বন্ধে অবগত নন। বিশেষ করে গণনা কেন্দ্রের ভেতরের পরিবেশ সম্বন্ধে তো একেবারেই নন। এই বার বিরোধীদের দাবি ছিল, পঞ্চায়েতের তিনটি স্তরের গণনা এক সঙ্গে সমান্তরাল ভাবে সম্পন্ন করানোর, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনের গণনা একই সাথে করতে হবে, কিন্তু এই দলদাস প্রশাসন রাজি হয়নি। কারণ স্পষ্ট, গণনার নামে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনে পুকুর চুরি করা।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর