বাংলা হান্ট ডেস্কঃ ভয়াবহ বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ। একের পর এক মৃত্যুর খবর আসছে। ভেঙে গেছে বহু বাড়ি ও সেতু। স্থানীয়রা জানান, মেচি ধারাগাঁ অঞ্চলে ক্ষয়ক্ষতি ভয়াবহ, সেখানে গাড়িও ঢুকছে না। এই কারণে সেই এলাকা পুরো পায়ে হেঁটে ঘুরে দেখেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দুর্দশা সরাসরি নিজের চোখে দেখেন।
“এগারোর আগের মমতা আর নেই”, বিস্ফোরক দাবী শুভেন্দু (Suvendu Adhikari)
শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ও বিজেপি সাংসদ রাজু বিস্তা। ভাঙাচোরা এলাকা ঘুরে দেখার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠতেই শুভেন্দু বলেন, “ওনার তো অন্য ব্যাপার। উনি তো এগারো বছরের আগের মমতা আর নেই, বদলে গিয়েছেন। অনেক বদল হয়ে গিয়েছে।”
উল্লেখ্য, একদিন আগেই উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। বাজেভাবে আহত হন তাঁরা। রক্ত বন্ধ হচ্ছিল না খগেন মুর্মু। ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এই ঘটনায় রাজনৈতিক মহলে উত্তাপ বেড়েছে।
এই ঘটনায় বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “যাঁরা গতকাল এই কাণ্ড ঘটিয়েছেন তাঁরা পাতালে থাকলেও আমাদের সরকার তাঁদের বের করবে।” শমীক এদিন কটাক্ষের সুরে বলেন, ‘এটা তৃণমূল মেড বন্যা’।
আরও পড়ুনঃ ১৫ দিনের মধ্যে নতুন সেতু! মিরিকে ধস-বন্যায় বিধ্বস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন মমতা
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ করেছেন, বারবার পাহাড়ের মানুষজন বঞ্চিত হয়ে আসছে। বিস্ফোরক অভিযোগ জানিয়ে এদিন শুভেন্দু বলেন, “পাহাড়ের মানুষ ভোট দেয় না বলে তাঁদের কথা ভাবছে না তৃণমূল সরকার। জনতার কাছে আর মিডিয়ার কাছে ভাবমূর্তি ঠিক রাখার জন্য ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, কিন্তু হৃদয় দিয়ে যেটা করা দরকার, সেই সেবা তারা করছে না।”