বাংলা হান্ট ডেস্কঃ অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তোলার পরের দিনই বড় দায়িত্ব পেলেন তৃণমূলের অপর এক প্রাক্তন নেতা তথা বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিজেপির শীর্ষ নেতৃত্বদের নিয়ে একটি বৈঠক সংঘটিত হয়, সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি দল ছেড়ে শাসকদলে নেতা নেত্রীদের যোগদান দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। মুকুল রায়, রাজীব ব্যানার্জি থেকে শুরু করে বাবুল সুপ্রিয় এবং গতকাল অর্জুন সিংয়ের তৃণমূল কংগ্রেসে যোগদান করার ফলে বিজেপি সাংগঠনিক দিক থেকে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে বলে মত বিশেষজ্ঞদের।
আর এবার অর্জুনের ছেড়ে যাওয়া ব্যারাকপুরকে সাংগঠনিক দিক থেকে চাঙ্গা রাখার জন্যই এদিন কলকাতার রাজারহাটে একটি বৈঠকে বসে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা অমিত মালব্য, দিলীপ ঘোষ সহ একাধিক উচ্চ স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সর্বসম্মত ভাবে ব্যারাকপুরে বিজেপির সংগঠনের দায়িত্ব এদিন তুলে দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো রকম ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, আগামী 25 শে মে ব্যারাকপুরে বিজেপি দল একটি সাংগঠনিক বৈঠক করবে। সেখানে শুভেন্দু অধিকারী নিজের হাতে দায়িত্ব তুলে নেবেন বলে জানা গিয়েছে। ফলে বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া অর্জুন সিং এবং প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই বেশ জমবে বলে মত বিশেষজ্ঞদের।