বাংলা হান্ট ডেস্কঃ হুগলির বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ত্রাণ শিবিরে খিচুড়ি পরিবেশন করতে দেখা যায় তাঁকে। কিন্তু সেই দৃশ্য ঘিরেই তৈরি হল নতুন রাজনৈতিক বিতর্ক। কারণ মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন বিতর্কিত বালি ব্যবসায়ী হুদা খান। আর সেই নিয়েই মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
বালি মাফিয়াকে পাশে নিয়ে ত্রান বিতরন মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লেখেন, “পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতার কারণে প্রতি বছরের মতো এ বছরও হুগলি জেলার বিভিন্ন এলাকা জলের তলায়।” এদিন শুধু সরকারকে দায়ী করেই থেমে থাকেননি শুভেন্দু, তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী যাঁদের সঙ্গে নিয়ে বানভাসি মানুষের সামনে ত্রাণ বিলি করছেন, তাঁদের মধ্যে আছেন তথাকথিত ‘বালি মাফিয়া’ হুদা খান। তিনি আরও লেখেন, “ত্রাণ শিবিরে গিয়ে ‘বালি মাফিয়া’ হুদা খানের পয়সায় বানানো খিচুড়ি, তাঁকেই পাশে রেখে পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!”
এই মন্তব্যের মাধ্যমে শুভেন্দু (Suvendu Adhikari) কার্যত ইঙ্গিত দিয়েছেন, দুর্নীতিপরায়ণদের সঙ্গেই মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মঞ্চ ভাগ করছেন। এবং তাঁর দাবি অনুযায়ী, যাঁরা রাজ্যকে লুঠ করছেন, মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গেই দাঁড়িয়ে ‘মানবিকতা’র প্রচার করছেন।
আরও পড়ুনঃ জনগণের করের টাকায় কিসের অনুদান? মুখ্যমন্ত্রীর ঘোষণা ঘিরে ফের মামলা হাই কোর্টে
উল্লেখ্য, ত্রাণ দেওয়ার মতো ভালো কাজও বিতর্কের কেন্দ্রে চলে আসে, যদি সেই কাজে কোনো বিতর্কিত ব্যক্তি যুক্ত থাকেন। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মতে, মুখ্যমন্ত্রীর পাশে থাকা মানুষদের নিয়ে প্রশ্ন থাকলে, সেই ত্রাণ বিতরণ নিয়েও প্রশ্ন উঠতেই পারে। এখন দেখার বিষয়, এই মন্তব্যের জবাব তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী কীভাবে দেন।