একধাক্কায় বরাদ্দ বাড়ল ২৫ হাজার টাকা, ভোটের মুখে ‘কল্পতরু’ মমতা, পুজোর অনুদানকে ‘ঘুষ’ বলে খোঁচা শুভেন্দুর

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে পুজো কমিটিগুলির জন্য কার্যত উপুড় হস্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরের তুলনায় পুজোর অনুদান আরও বাড়িয়ে দিলেন তিনি। একলাফে অনুদান বাড়ল ২৫ হাজার টাকা। এবারে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান পুজো কমিটিগুলিকে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার সেই অর্থকে ‘ঘুষ’ বলে কটাক্ষ করে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

পুজোর অনুদানের বিষয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর (Suvendu Adhikari)

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন তিনি। পুজোর জন্য মুখ্যসচিব, পুলিশকে একগুচ্ছ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পুজো কমিটিগুলির জন্য বড়সড় সুখবর দিয়েছেন তিনি। ৮০ শতাংশ বিদ্যুৎ খরচ মকুব হয়েছে কমিটিগুলির। পাশাপাশি পুজো কমিটিগুলিকে এবার ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Suvendu adhikari took a dig at mamata on puja donation issue

কী বললেন বিরোধী দলনেতা: এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবছর ২, ৩ এবং ৪ ঠা অক্টোবর দুর্গাপুজোর বিসর্জন হবে বলে জানিয়েছেন তিনি। ৫ তারিখ হবে কার্নিভাল। এই ইস্যুতে পালটা বিরোধী দলনেতার প্রশ্ন, ‘উনি কে? উনি একবছর দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করে দিয়েছিলেন মহরম ছিল বলে। পঞ্জিকা, শাস্ত্র মতে বিসর্জন হবে। ক্লাব বসে ঠিক করবে’।

আরও পড়ুন : নতুনদেরই জলবা, আগের জায়গা ফিরে পেল ‘পরিণীতা’, জোড়া চমক TRP তালিকায়!

অনুদান নিয়ে রাজনৈতিক তরজা: তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি টানানোর শর্তে যদি টাকা নেন তবে অভয়ার বাবা মায়ের সঙ্গে অবিচার করা হবে। বিরোধী দলনেতা (Suvendu Adhikari) এও বলেন, যে ক্লাব মুখ্যমন্ত্রীর দেওয়া টাকা প্রত্যাখ্যান করবে তাঁদের পাশে তিনি থাকবেন। একই সঙ্গে শুভেন্দু এও বলেন, ‘পুলিশ গিয়ে বলে টাকা না দিলে অনুমতি দেব না। পুলিশ বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে। টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের সম্পর্ক নেই’।

আরও পড়ুন : ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এড়াতে স্বয়ংক্রিয় ব্রেক, ভারতীয় রেলের যুগান্তকারী উদ্যোগ ‘কবচ ৪.০’

মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ শানিয়ে শুভেন্দুর (Suvendu Adhikari) খোঁচা, ‘যতই ঘুষ দিন, যাঁরা প্রকৃত সনাতনী হিন্দু, ভারতপ্রেমী তাঁরা কখনোই সমর্থন করবেন না।’ কোনও ‘সুস্থ মাথার লোক’ ছাব্বিশে মমতাকে ভোট দেবেন না বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, ভোটের মুখে মমতার এই বিপুল অনুদানের ঘোষণায় মুখে চওড়া হাসি ফুটেছে অনেক পুজো উদ্যোক্তাদের। একলাফে অনুদান এতটা বাড়িয়ে দেওয়ায় জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।