‘দ্রুত ব্যবস্থা নিন’, উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবকে জরুরী হস্তক্ষেপের আবেদন জানালেন শুভেন্দু

Published on:

Published on:

Suvendu Adhikari urges swift action amid North Bengal floods

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন। পাহাড় থেকে সমতল, সব জায়গায় ধসে পড়েছে রাস্তা, ভেঙে পড়েছে সেতু। ইতিমধ্যেই একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে মুখ্যসচিব মনোজ পন্থকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বিপর্যস্ত উত্তরবঙ্গ, ভেঙে পড়েছে যোগাযোগ

শনিবার আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং-সহ একাধিক পাহাড়ি অঞ্চলে লাল সতর্কতা জারি করে। একদিনে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে বলে আগে থেকেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। রাত নামতেই সেই আশঙ্কা সত্যি হয়ে যায়। পাহাড়ি অঞ্চলে শুরু হয় প্রবল বর্ষণ, বজ্রপাত ও ঝোড়ো হাওয়া।

এরফলে ধসে বন্ধ রোহিনী রোড। ক্ষতিগ্রস্ত ন্যাশানাল হাইওয়ে। দার্জিলিং থেকে সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। শিলিগুড়ি ও মিরিক সংলগ্ন দুধিয়ায় বলাসন নদীর উপর লোহার সেতুটি ভেঙে পড়েছে। একাধিক এলাকায় প্রশাসনিক আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন। পাহাড় ও নদীতীরবর্তী এলাকা থেকে মানুষকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

ত্রাণ ও উদ্ধার তৎপরতা বাড়ানোর আবেদন শুভেন্দুর (Suvendu Adhikari)

এই ভয়াবহ পরিস্থিতি নিয়েই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “অবিরাম ভারী বৃষ্টির কারণে দার্জিলিং, কালিম্পং ও কার্সিয়াং-এর পার্বত্য অঞ্চলগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধস ও বন্যার জেরে শিলিগুড়ি, তরাই ও ডুয়ার্সের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন।”
তিনি আরও লেখেন, “হাজার হাজার মানুষ বিভিন্ন স্থানে আটকে রয়েছেন। তাঁদের কাছে না আছে পর্যাপ্ত জল, না আছে ওষুধ। ইতিমধ্যেই মৃত্যুর খবরও প্রকাশ্যে আসছে, তবে ঠিক কতজন প্রাণ হারিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।”

এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা (Suvendu Adhikari) মুখ্যসচিব মনোজ পন্থকে অনুরোধ করেছেন অবিলম্বে দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরু করার জন্য। তিনি বলেন, প্রশাসন যেন যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে খাদ্য, জল ও ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে জরুরি পদক্ষেপের কথাও বলেন শুভেন্দু।

Suvendu Adhikari urges swift action amid North Bengal floods

আরও পড়ুনঃ বাংলায় SIR, কবে থেকে শুরু? চূড়ান্ত হল দিনক্ষণ

শুধু শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নন, অনেকেই উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে। শোনা যাচ্ছে মোদীর সরকার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও ইতিমধ্যেই ত্রাণ কাজ শুরু হয়েছে বলে সূত্রের খবর। জেলা প্রশাসন পাহাড়ি গ্রামগুলি থেকে মানুষকে সরিয়ে নিচ্ছে। সেনা এবং এনডিআরএফ-কে প্রস্তুত রাখা হয়েছে। তবে ক্রমাগত বৃষ্টি এবং ধসের কারণে উদ্ধারকাজে ব্যাপক অসুবিধা হচ্ছে বলে খবর সূত্রের।