বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গে বন্যাপীড়িতদের পাশে দাঁড়িয়ে থেকেই ছাব্বিশের ভোটের সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন টানা কয়েকদিন ধরে উত্তরবঙ্গের দুর্গত অঞ্চলে ঘুরে ঘুরে ত্রাণ বিলি করছেন, সেই সময়েই বৃহস্পতিবার ধুপগুড়ির মঞ্চ থেকে ভবানীপুরে রাজনৈতিক ঝড় তোলার বার্তা দেন শুভেন্দু।
ভবানীপুরেই এবার লড়াই, দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)
ত্রাণ বিলির ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরেও হারাব। ছাব্বিশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করব অন্তত ২০ হাজার ভোটে।” কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন, দল চাইলে ভবানীপুরে তিনি নিজেও প্রার্থী হতে চান। বৃহস্পতিবার ফের সেই ইঙ্গিত রেখে বলেন, “ভবানীপুরে বিজেপি যাকে প্রার্থী করবে সেই জিতবে। কারণ এবার মমতার হার নিশ্চিত।”
বর্তমানে রাজ্য রাজনীতিতে অন্যতম আলোচিত বিষয় SIR (Special Summary Revision of electoral rolls)। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “SIR-এর পরে ভবানীপুরের ভুয়ো ভোটার বাদ যাবে। ভোটার তালিকা সাফ হলেই বিজেপির জয় নিশ্চিত। মমতা হারবেন।”
তাঁর দাবি, ভবানীপুরের আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতেই বিজেপির লিড রয়েছে। অতীতের (২০১৪ সালের) উদাহরণ টেনে তিনি বলেন, “তখনও কিন্তু এই কেন্দ্রেই বিজেপি জিতেছিল।”
উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফর নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, “উনি কী করতে এসেছেন? মর্নিং ওয়াক করতে এসেছেন? কাজের কাজ কিছুই করছেন না।” তৃণমূল অবশ্য এই কটাক্ষকে পাত্তা দেয় নি। দলের শীর্ষ নেতৃত্ব শুভেন্দু প্রসঙ্গে বলেছে, “শুভেন্দু শুধু মিডিয়া স্টান্ট করছেন। বাস্তবে তাঁর কোনও প্রভাব নেই।”
এরই মধ্যে ভবানীপুরে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মঙ্গলবারের বিজয়া সম্মিলনী থেকে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকেই প্রার্থী হবেন। তাঁকে প্রচুর ভোটে জিতিয়ে আনতে হবে।” কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আরও এক ধাপ এগিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ১ লক্ষ ভোটে জয়ী করব।”
আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর! বাংলায় শুরু হচ্ছে হাজার হাজার সরকারি নিয়োগ, কিভাবে আবেদন করবেন?
প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগেই তৃণমূল নেত্রীর রেকর্ড জয় নিশ্চিত করতে শাসক শিবির প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্যদিকে শুভেন্দুর (Suvendu Adhikari) হুঙ্কার বুঝিয়ে দিচ্ছে, ভবানীপুরই হতে চলেছে আগামী ভোটের সবচেয়ে বড় রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। এখন দেখার, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি কাকে প্রার্থী করে ভবানীপুরে।