বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় এবার উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা (Bidhan Sabha)। সম্প্রতি, অতিরিক্ত শূন্য পদে অযোগ্যদের কেন চাকরি দেওয়া হবে, সেই প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকারের নির্বাচনী প্রতীক কেড়ে নেওয়ার বিষয়ে মন্তব্য প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly), যা নিয়ে ইতিমধ্যে সরগরম রয়েছে বঙ্গ রাজনীতি আর এবার এই প্রসঙ্গটিকে সামনে এনে বিধানসভায় বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি।
সূত্রের খবর, এদিন বিধানসভায় এই সংক্রান্ত একটি মুলতুবি প্রস্তাব নিয়ে আসা হয়। তবে পরবর্তীতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দিলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে ওয়াক আউট দেওয়ার পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি নেতা-বিধায়করা। এক্ষেত্রে সমগ্র ক্যাবিনেটের জেল দাবি করার পাশাপাশি একাধিক মন্তব্য করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। সম্প্রতি, অতিরিক্ত শূন্য পদ তৈরি করার মাধ্যমে অযোগ্যদের চাকরি দেওয়া প্রসঙ্গে প্রস্তাব রাখে কমিশন। এই সংক্রান্ত একটি মামলায় ক্ষোভ প্রকাশ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, “অযোগ্যদের কেন চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে? কার নির্দেশে চলছে এইসব?” এমনকি পরবর্তীতে নির্বাচন কমিশনকে বলে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক বাতিল করার বিষয়েও মন্তব্য প্রকাশ করেন অভিজিৎবাবু আর এবার এই প্রসঙ্গটিকে বিধানসভায় টেনে নিয়ে এলো রাজ্যের প্রধান বিরোধী দল।
বিধানসভায় উক্ত প্রসঙ্গে আলোচনা করার জন্য মুলতুবি প্রস্তাব আনা হলেও পরবর্তীতে তা খারিজ করে দেন স্পিকার। তিনি বলেন, “এটি বিচারাধীন বিষয়। তাই তা নিয়ে কোনো রকম আলোচনা কাম্য নয়।” যদিও পরবর্তীতে মুলতুবি প্রস্তাব খারিজ হয়ে যেতে বিক্ষোভ প্রদর্শনে নামে বিরোধীরা। এক্ষেত্রে ওয়াক আউট দেওয়ার পাশাপাশি পরবর্তীতে শুভেন্দু অধিকারী বলেন, “গোটা ক্যাবিনেটকে পদত্যাগ করতে হবে।তাদের জেল চাই। অতিরিক্ত শূন্য পদ তৈরি করার বিষয়ে দায় মন্ত্রিসভাকে নিতে হবে।”
অপরদিকে, এদিন মানিকচকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের একটি মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। এক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামে গুজরাটিদের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সাবিত্রীদেবী, যা কেন্দ্র করে এদিন বিধানসভা চত্বরে প্রতিবাদে নামে বিজেপির মহিলা কর্মীরা।