SIR থেকে নাম বাদ পড়লে হিন্দুদের কী করতে হবে? নন্দীগ্রাম থেকে স্পষ্ট বার্তা দিলেন শুভেন্দু

Published on:

Published on:

Suvendu Adhikari warns Bangladeshi Muslims to leave Bengal within 24 hours

বাংলা হান্ট ডেস্কঃ ফের SIR নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবারও সরাসরি আক্রমণ করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। শনিবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের সোনাচূড়া শহিদ মিনারে এক বিনামূল্যের স্বাস্থ্য শিবিরে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই ফের তোপ দাগলেন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে এবং স্পষ্ট জানালেন হিন্দু শরণার্থীদের নাম যেন SIR থেকে বাদ না পড়ে।

হিন্দু শরণার্থীদের পাশে থাকার আশ্বাস শুভেন্দুর (Suvendu Adhikari)

সোনাচূড়ার সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী হোক কিংবা ভারতের মুসলমান, প্রত্যেক ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকায় থাকবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশি মুসলমানদের আমি আগেও বলেছিলাম ‘বাংলা ছাড়ো’। এর আগে নিউ মার্কেট ফাঁকা করে দিয়েছিলাম, হাজার হাজার মানুষ পালিয়েছিল। আগামী দু’-তিন দিনের মধ্যেই ফাঁকা হয়ে যাবে এলাকা। যে পথ দিয়ে ঢুকেছো, কাঁটাতারের বেড়া যেখানে নেই, সেখান দিয়েই ফিরে যাও।”

‘২৪ ঘণ্টার মধ্যে পালাও’, কড়া সতর্কবার্তা বিরোধী নেতার

বিরোধী দলনেতা (Suvendu Adhikari) এদিন কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, “২০-২৫ শতাংশ বাংলাদেশি মুসলমান ইতিমধ্যেই পালিয়েছে। নিউটাউনে এখন কাজের লোক পাওয়া যাচ্ছে না। হাতে সময় আর ২৪ ঘণ্টা। চার তারিখের আগেই পালাও।” একইসঙ্গে তিনি দাবি করে বলেন, “ভারতের জেনুইন ভোটার হিন্দু ও মুসলমান, দুই ধর্মের মানুষই। কিন্তু বাংলাদেশ থেকে আসা প্রতিটি হিন্দু শরণার্থীকে আমি সুরক্ষা দেব। যদি দু’-চার হাজার হিন্দুরও সমস্যা হয়, আমি দায়িত্ব নেব। সিইও অফিসে গিয়ে কথা বলব, যাতে হিন্দু শরণার্থীরা প্রোটেকশন পায়।”

SIR প্রক্রিয়াকে ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “BLO-রা তৃণমূল বা বিজেপি, কোনও দলের কথায় কান দেবেন না। শুধু নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলবেন।” এই প্রসঙ্গে সতর্ক করে শুভেন্দু বলেন, “বিহারে ৫২ জন BLO অবৈধ কাজ করেছিল, তাই জেলে গিয়েছিল। এই অবস্থায় যেন আপনাদের না পড়তে হয়। BLO-দের সুরক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের।”

Suvendu Adhikari warns Bangladeshi Muslims to leave Bengal within 24 hours

আরও পড়ুনঃ কৃষ্ণনগরে জগদ্ধাত্রীর ভাসানে হিন্দুদের উপর লাঠিচার্জের অভিযোগ, ভিডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু

শেষে শুভেন্দু (Suvendu Adhikari) স্পষ্ট জানিয়ে দেন যে, “বাংলাদেশি মুসলমানদের নাম ভোটার তালিকায় থাকবে না। ভারতের প্রকৃত নাগরিকদেরই শুধু SIR তালিকায় স্থান দেওয়া হবে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।