বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল আজ থেকে ঠিক এক বছর আগে। কিন্তু এখনও বিচার হয়নি। এই অভিযোগে ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে অভোয়ার বাবা-মা। এই অভিযানে যোগ দিয়েছে হাজার হাজার মানুষ। তবে, প্রশাসন আগেই কড়া নিরাপত্তা ও নজরদারি শুরু করেছে। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
৯ অগস্ট নবান্ন অভিযানের ঘোষণা
প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ অগস্ট, আরজি কর মেডিক্যাল কলেজের চতুর্থ তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসক পড়ুয়ার রক্তাক্ত দেহ। ময়নাতদন্তে জানা যায়, তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছিল। এক বছর কেটে গেলেও অভিযুক্তদের শাস্তি হয়নি। সেই ক্ষোভ থেকেই ঠিক এক বছর পর অর্থাৎ আজ ৯ অগস্ট নবান্ন অভিযানের ঘোষণা হয়েছে।
পুলিশ বাধা দিলে ৭২ ঘন্টা বন্ধ হয়ে যাবে রাজ্য, হুঁশিয়ারি শুভেন্দুর (Suvendu Adhikari)
এই প্রসঙ্গে শুক্রবার সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “নবান্ন অভিযানে অভয়ার মা-বাবার ডাকে যারা আসবেন, তাঁদের গায়ে যদি পুলিশ হাত তোলে, তাহলে গোটা রাজ্য ৭২ ঘণ্টা বন্ধ হয়ে যাবে। দায় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে।” তাঁর দাবি, এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এক মা-বাবার ন্যায়বিচারের লড়াই। তিনি অভিযোগ করেন, মানুষকে ভয় দেখিয়ে অভিযান আটকানোর চেষ্টা করছে পুলিশ। সাঁতরাগাছিতে এক এনজিওর কর্মীরা যখন অভিযানে যোগ দেওয়া মানুষদের জন্য খাবার-জল দিচ্ছিলেন, তখন পুলিশ তাঁদের ঘিরে ধরে। তিনি ঘটনাস্থলে যেতেই পুলিশ সরে যায়।
নবান্নের চারপাশে বসানো হয়েছে লোহার কন্টেনার, ব্যারিকেড, জলকামান। রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নবান্ন অভিযানের কোনও অনুমতি নেই, তবুও কেউ এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শহরের রাস্তায় টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।
আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, যতই ব্যারিকেড থাক নবান্ন অভিযান হবেই’, কড়া নজরদারি কলকাতায়
একদিকে অভয়ার পরিবারের ন্যায়বিচারের দাবিতে নবান্ন অভিযান, অন্যদিকে প্রশাসনের কড়া প্রস্তুতি ও বিরোধী নেতার (Suvendu Adhikari) হুঁশিয়ারি সব মিলিয়ে শনিবারের এই কর্মসূচি রাজ্যের রাজনীতি ও আইনশৃঙ্খলার পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে মনে করা হচ্ছে।