‘হারাতে না পারলে আমার নাম শুভেন্দু অধিকারী নয়’, রহিমের মন্তব্যকে কেন্দ্র করে মালতীপুরে রাজনৈতিক তরজা চরমে

Published on:

Published on:

Suvendu Adhikari warns TMC MLA Abdur Rahim Boxi

বাংলা হান্ট ডেস্কঃ মালদার মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপিকে সেনা ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে অপসারণের অভিযোগ তুলেছিলেন রহিম বক্সি। সেই মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়েই কড়া ভাষার মন্তব্য করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

সোমবার রতুয়ায় ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে আয়োজিত সভায় আব্দুর রহিম বক্সি বলেন, “এরা ভাবছে রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়ে BSF, CISF-কে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শাসনব্যবস্থা থেকে টেনে হিঁচড়ে সরিয়ে দেবে। আর নবান্নের দখল নিয়ে নেবে ওরা।” এই বক্তব্য ঘিরেই শুরু হয় রাজনৈতিক তর্কাতর্কি।

এই প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “আমি যখম মালদায় তৃণমূলের অজার্ভার ছিলাম, আমার গাড়ির দরজা কে খুলবে কম্পিটিশন হতো। তাতে রহিম থাকত আগে। আরএসপির মাল ছিল, বামপন্থী করত। অনক চাকরি-বাকরি বেচেছে সেই সময়। এখনও ছেলেকে দিয়ে করছে।” কটাক্ষের সুরে তৃণমূল বিধায়কের পুরনো ভূমিকা তুলে ধরেন তিনি।

সরাসরি হুঁশিয়ারি শুভেন্দুর (Suvendu Adhikari)

এখানেই থেমে থাকেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি আবদুর রহিম বক্সিকে উদ্দ্যেশ্য করে স্পষ্ট হুঁশিয়ারি দেন যে, “আমি ওকে বলে দিলাম, ও যে ভাষায় কথা বলছে, বিজেপি আসার পর কয়েক ঘণ্টার মধ্যে ও জেলে যাবে। মালতীপুরে ৮০ শতাংশ মুসলিম ভোটার। আমি যোগ-বিয়োগ জানি। সাগরদিঘির অঙ্কটাও আমার জানা ছিল। মালতীপুরে ওকে যদি আমি হারাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয়।”

Suvendu Adhikari warns TMC MLA Abdur Rahim Boxi

আরও পড়ুনঃ ‘বিদেশিরাও আধার পায়’, ভোটার তালিকা সংশোধনে আধারের যুক্তি মানা যাবে না, নতুন বিতর্ক সুপ্রিম কোর্টে

আব্দুর রহিম বক্সির মন্তব্যের পর বিজেপির পক্ষ থেকে পাল্টা কড়া সুরে উঠে এল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হুঁশিয়ারি। মালদা রাজনীতির অঙ্ক আরও জটিল হয়ে উঠছে। সামনে পঞ্চায়েত ও লোকসভা ভোটের প্রেক্ষাপটে এই মন্তব্য কতটা প্রভাব ফেলবে, তা এখন রাজনৈতিক মহলের নজরে।