চাকরিহারাদের অবস্থান মঞ্চে গেলেন শুভেন্দু! দিলেন নিঃশর্তভাবে পাশে থাকার প্রতিশ্রুতি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গত বৃহস্পতিবার সকাল থেকেই ফের পথে নেমেছেন SSC ২০১৬ প্যানেলে চাকরিহারা “যোগ্য” শিক্ষকরা। শুধু তাই নয়, তাঁরা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এদিকে, গতকাল “যোগ্য” শিক্ষকদের বিক্ষোভে লাঠিচার্জ করে পুলিশ। যেখানে আহত হয়েছেন একাধিক শিক্ষক। ঠিক এই আবহেই চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযান ঘিরে যে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে আন্দোলনকারীদেরকেই “দায়ী” করছে পুলিশ। এদিকে, শুক্রবারও আন্দোলনে সামিল রয়েছেন চাকরিহারা “যোগ্য” শিক্ষকেরা। তাঁদের অবস্থান মঞ্চে শুক্রবার সন্ধ্যায় পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

চাকরিহারাদের বিক্ষোভের মাঝে উপস্থিত শুভেন্দু (Suvendu Adhikari):

বিরোধী দলনেতার সাথে সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ এবং কৌস্তভ বাগচী। তবে, বিরোধী দলনেতা সেখানে উপস্থিত হলেও কোনও রাজনৈতিক পতাকা নিয়ে যাননি এবং মঞ্চেও ওঠেননি। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) চাকরিহারাদের আন্দোলনে উপস্থিত হয়ে বেশ কিছুটা সময় সেখানে থাকেন।

এমতাবস্থায়, চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে তিনি (Suvendu Adhikari) জানান, “আপনাদের পাশে আমি দাঁড়াতে এসেছি। কোনও বক্তব্য রাখার জন্য নয়। আমি এখানে কোনও পূর্ব শর্তেও আসেনি। এই সমস্যার জন্য আসলে নবান্ন দায়ী। সুপ্রিম কোর্ট একাধিকবার যোগ্য এবং অযোগ্য আলাদা করতে বলেছে। SSC চেয়ারম্যান ল্যাম্পপোস্ট। মন্ত্রীরা সব ল্যাম্পপোস্ট একমাত্র মুখ্যমন্ত্রী হল পোস্ট।”

আরও পড়ুন: “ওয়াটার স্ট্রাইক”-এর পর এবার বিদ্যুতের ঝটকা! পাকিস্তানকে জব্দ করতে বড় পরিকল্পনা ভারতের

তিনি (Suvendu Adhikari) আরও বলেন, “১৫ জন বিজেপি বিধায়ক নিয়ে গত ৩০ ডিসেম্বর SSC চেয়ারম্যানের সাথে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তিনি দেখা করেননি। সেই সময়ে গাজিয়াবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জমা দেওয়া CBI-এর রিপোর্টে যোগ্য-অযোগ্য আলাদা করার কথা জানানো হয়।” এদিকে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা যোগ্য শিক্ষকদের দাবি নিয়ে আগামী ৯ জুন থেকে বিধানসভা অচল করে দেওয়ার হুমকি দেন।

আরও পড়ুন: “হাঁ” করে তাকিয়ে দেখল পাকিস্তান-চিন-তুরস্ক! চন্দ্রযান-৫-এর প্রস্তুতি শুরু ভারতের, কী জানাল ISRO?

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “সবাই সহ্য এবং ধৈর্য রাখুন। আপনাদের হাতের কাছেই জয় রয়েছে।” উল্লেখ্য যে, আন্দোলনরত যোগ্য শিক্ষক-শিক্ষিকারা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে চান। সেই বিষয়েও তাঁরা শুভেন্দুর কাছে অনুরোধ জানান। অন্যদিকে বিরোধী দলনেতা যোগ্য শিক্ষকদের অবস্থানে রাত্রিযাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর পাশাপাশি “যোগ্য” শিক্ষকদের এই আন্দোলনে যা যা অত্যাবশ্যকীয় জিনিস প্রয়োজন সেগুলির বিষয়েও ইতিবাচক মনোভাব প্রদর্শন করেছেন।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X