‘দুই দফায় গরু পাচারের ৫০ লক্ষ টাকা নিয়েছেন দেব’, এবার সামনে এল ডায়েরির পাতায় লেখা হিসাব

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা ভোটে বাংলায় হাইভোল্টেজ কেন্দ্র গুলির মধ্যে একটি হল ঘাটাল। এখানে দুই তারকার লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা রাজ্য। সোমবার ষষ্ঠ দফার নির্বাচন। ওই দিন রাজ্যের যে সমস্ত কেন্দ্রে ভোট হবে তার মধ্যে ঘাটালও রয়েছে। এই কেন্দ্রে দুই প্রার্থী তৃণমূলের দেব (Dev) ও বিজেপির হিরণের মধ্যে প্রথম থেকেই সংঘাত তুঙ্গে। বারংবার দেবকে তোপ দাগছেন হিরণ। কখনও দেবও পাল্টা দিচ্ছেন হিরণকে। দুই প্রার্থীর মধ্যে আক্রমণ পাল্টা-আক্রমণের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেই এবার ঢুকে পড়লেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোশাল মিডিয়ায় ‘দেবের কীর্তি’ পোস্ট করে তোলপাড় ফেললেন বিরোধী দলনেতা।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার নথি আপলোড করলেন শুভেন্দু। পাশাপাশি গত ২৫.০১.২০১৭ তারিখের কিছু টাকা পয়সার লেনদেনের হিসেবও রয়েছে সেই পোস্টে। একটি ডায়েরির পাতার ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু বলেন ‘২০১৬ সালে এনামুল হকের ভাইয়ের থেকে দুই দফায় ৫০ লক্ষ টাকা নিয়েছেন দেব।’

শুধু তাই নয়, শুভেন্দুর আরও দাবি, ‘দেবকে ঘড়ি ও মোবাইল দেওয়ার কথা উল্লেখ এনামুলের ডায়েরিতে। দেবকে স্বীকার করতে হবে, সিনেমা বানাতে গরুপাচারের টাকা নিয়েছিলেন। পরে ইডি জিজ্ঞাসাবাদ শুরু করার পর টাকা ফেরত দিয়েছেন দেব। মহুয়া মৈত্র যা করেছিলেন দেবও সেই একই কাণ্ড করেছেন।’,

প্রসঙ্গত, এই কিছুদিন আগেই বিস্ফোরক দাবি করে শুভেন্দু বলেছিলেন, ‘ঘাটালের যে হিরো তাকে হিরণকে দিয়ে জিরো করব। ২৩ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়ব ঘাটালের প্রার্থী আর ওই দিন ঘর থেকে বেরোবে না।’ এদিকে শুভেন্দুর পাল্টা দিয়েছেন দেব।

Dev Suvendu Adhikari

আরও পড়ুন: কলকাতা পুরসভার ওপর চরম ক্ষুব্ধ! শেষমেষ জনস্বার্থ মামলায় কী রায় দিলেন প্রধান বিচাপতি?

তারকা তৃণমূল প্রার্থী বলেন, ‘আমার ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না’। হিরণকে পাল্টা আক্রমণ করে দেব বলেন,’তোমার কোলের ছেলে হিরণও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন’। পিন্টু মণ্ডল আয়োজিত অনুষ্ঠানের হিরণের ছবি দেওয়া পোস্টারও পোস্ট করেন দেব। শুভেন্দু ও হিরণকে একজোটে কটাক্ষ শনিয়েছেন তৃণমূল প্রার্থী।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর