বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে চাঞ্চল্যকর ঘটনা। খারাপ রাস্তার দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরে সেই ঘটনার প্রেক্ষিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁর ফেসবুক অ্যাকাউন্টে তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করেন।
এদিন নারায়ণগড় ব্লকের ঘটনা প্রসঙ্গে নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুভেন্দু (Suvendu Adhikari) পোস্ট করে লেখেন লেখেন, “আমাদের পাড়া আমাদের সমাধান – বিক্ষোভের ভয়ে দৌড়ে বিডিও সাহেবের অন্তর্ধান !!!”
রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ শুভেন্দুর (Suvendu Adhikari)
শুভেন্দু (Suvendu Adhikari) তাঁর পোস্টে লেখেন, “পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাগুরিয়ার রাস্তার বেহাল দশায় মানুষের প্রাণ ওষ্ঠাগত। সেখানকার রাস্তা দিয়ে মানুষের যাতায়াত করাই দায়, জীবন হাতে নিয়ে চলতে হচ্ছে এমন অবস্থা। খারাপ রাস্তার জন্য গ্রামে অ্যাম্বুল্যান্স তো দূরের কথা একটা গাড়ি পর্যন্ত ঢুকতে পারে না। ফলে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হলে ডুলিতে করে নিয়ে যেতে হয়। প্রসূতি মায়েদের নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়তে হয়। গ্রামবাসীরা যত বার দাবি জানিয়েছেন ততবার সান্ত্বনা বাক্য ছাড়া তাদের কিছুই জোটেনি।”
ঘটনার দিন সেখানে প্রশাসনের পক্ষ থেকে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর শিবির আয়োজন করা হয়েছিল। শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্য অনুযায়ী, প্রায় শতাধিক মহিলা হাতে প্ল্যাকার্ড নিয়ে কেন রাস্তার সংস্কার হয়নি তার জবাব চান। “সেই সময় বিডিও, পঞ্চায়েত প্রধান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন, উত্তেজিত মহিলারা তাদেরকে সেখানেই তালা বন্ধ করে আটকে রাখেন। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ঘন্টা দেড়েক পর বিডিও, পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যদের উদ্ধার করে।”
তিনি (Suvendu Adhikari) আরও লিখেছেন যে, “বিডিও বাইরে আসলে তাকে বিক্ষোভরত মহিলারা ঘিরে ধরে আবার বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশের সাহায্য নিয়ে ঘেরাও হওয়ার ভয়ে দৌড়ে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান শিবির’ থেকে পালাতে থাকেন, পেছন পেছন বিক্ষোভকারীরাও দৌড়াতে থাকেন। শেষে বিডিও ভয়ে গাড়িতে করে এলাকা ছাড়েন।”
আরও পড়ুনঃ নতুন দায়িত্বে বাংলার অর্থমন্ত্রী, হিডকোর চেয়ারম্যানের পদে চন্দ্রিমা ভট্টাচার্য
ঘটনার সঙ্গে রাজ্য সরকারের ভূমিকা জুড়ে শুভেন্দু (Suvendu Adhikari) কটাক্ষ করেছেন। তিনি তার পোস্টে আরও লিখেছেন যে, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের শহর থেকে গ্রাম রাজ্যের হাল বেহাল। তার ১০০% কাজ হয়ে যাওয়ার দাবী আসলে পুরোপুরি ভাঁওতা, সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গিয়েছেন, তাই দিকে দিকে এই রকম স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হচ্ছে। ভোটের মুখের চমক ‘আমাদের পাড়া আমাদের সমাধানের’ থেকে ‘আমাদের পাড়া, তৃণমূল তাড়া’ কর্মসূচিতে পরিণত হয়েছে।”