হাইভোল্টেজ মঙ্গল! সাংবাদিক বৈঠক করে কোন দুর্নীতির পর্দাফাঁস করবেন শুভেন্দু? মন্তব্য ঘিরে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলের পর বুধে ফের বিস্ফোরক শুভেন্দু (Suvendu Adhikari)। মিটে গিয়েছে পঞ্চায়েত ভোট। তবে লাগাম পড়েনি অশান্তিতে, থামেনি রাজনৈতিক তরজা। গ্রাম বাংলার ভোট লুঠের প্রতিবাদে বুধবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছিল বঙ্গ বিজেপি শিবিরের। এদিন সেখান থেকেই বড় বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ঠিক কি দাবি শুভেন্দুর? এদিন মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, দুর্নীতি করে আই-প্যাককে (IPAC) ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রাম বিধায়কের দাবি আর এর সঙ্গে রাজ্য সরকারি তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবল জড়িত রয়েছে।

শুভেন্দু আরও বলেন, তার কাছে এই নিয়ে প্রমাণও রয়েছে। এদিন মঞ্চ থেকে সরাসরি শুভেন্দু বলেন, আগামী মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি এই বিষয়ে তথ্য ও প্রমাণ প্রকাশ করবেন। উল্লেখ্য, এদিন শুভেন্দুর পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, গত সোমবার বিরোধী দলনেতা বলেছিলেন, ‘আগামী ২-৩ দিনের মধ্যে নিজাম প্যালেস কিংবা সিজিও কমপ্লেক্সে গিয়ে CBI-এর জয়েন্ট ডিরেক্টরের কাছে সারদা দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ দিয়ে আসব।’ তখনও শুভেন্দু বলেছিলেন, পাবলিক সার্ভিস কমিশন ও ওয়েবেলে দুর্নীতির প্রমাণও রয়েছে তার কাছে।

suvendu prasat kisore

গত লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের প্রচার কৌশল ঠিক করার মুখ্য দায়িত্বে ছিল আইপ্যাক আর সংস্থার অন্যতম প্রধান চরিত্র প্রশান্ত কিশোর (Prashant Kishore)। যদিও সংস্থার পরিচালনার ক্ষেত্রে তার কোনও হাত নেই বলেই দাবি করেন পিকে। আইপ্যাক আর তৃণমূল, এই দুইয়ের মধ্যে বিপুল পরিমানে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে বারংবার সরব হয়েছে বিরোধীরা। আর এবার একেবারে বিস্ফোরক দাবি তুলে শুভেন্দু বললেন তার কাছে এই দুর্নীতির প্রমাণও রয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর