প্রথা ভেঙে বেনজির সিদ্ধান্তের পথে বঙ্গ বিজেপি, আরও বৃদ্ধি পাচ্ছে শুভেন্দুর গুরুত্ব

বাংলা হান্ট ডেস্কঃ প্রথা ভেঙে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে বঙ্গ বিজেপি (Bharatiya Janata Party)। বিজেপি বরাবরই সভাপতি নির্ভর দল। সমস্ত রাজনৈতিক কাজে বিজেপির প্রধান মুখ হয়ে ওঠেন রাজ্য অথবা কেন্দ্রের সভাপতি। সাংগঠনিক দিক থেকে দলের সাধারণ সম্পাদকের কথাই শেষ কথা হয়।  বিজেপির ইতিহাসে এতদিন দলের মুখ হিসেবে সভাপতিকেই গণ্য করা হত। তবে এবার সভাপতির মতই গুরুত্ব পেতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সম্ভবত আসন্ন রাজ্য কর্মসমিতির বৈঠকে সেই প্রস্তাব পেশ হতে পারে। আর সেই প্রস্তাব পাশ হয়ে গেলেই বাংলায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতই গুরুত্ব পাবেন বিরোধী দলনেতা তথা মুখ্যমন্ত্রীকে হারিয়ে বিধায়ক হওয়া শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, তৃণমূলে থাকাকালীন একাধিক পদের অধিকারী ছিলেন শুভেন্দুবাবু। বিজেপিতে যোগ দিতে তিনি সমস্ত পদ ছেড়ে দেন। এমনকি বিধায়ক পদও ছেড়ে দেন। আশা ছিল, বিজেপি ক্ষমতায় এলে বড়সড় দায়িত্ব পাবেন তিনি। তবে সেই আশা জলে ভেসে গিয়েছে। কিন্তু নন্দীগ্রাম আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি প্রমাণ করেছেন যে, দমবার পাত্র নয় শুভেন্দু অধিকারী। আর সেই কারণেই বিজেপির সব বিধায়কদের মধ্যে শুভেন্দুবাবুকেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নেয় গেরুয়া শিবির।

তবে একদা একাধিক পদের অধিকারী নন্দীগ্রামের বিধায়ককে শুধুমাত্র বিরোধী দলনেতা পদেই বসিয়ে রাখতে চাইছে না রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। আর এই কারণেই দুই সপ্তাহের মধ্যে দু’বার শুভেন্দু অধিকারীকে দিল্লীতে ডেকেও পাঠিয়েছিলেন জেপি নাড্ডা, অমিত শাহ-রা। তখনই বোঝা গিয়েছিল যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো বিধায়ক শুভেন্দুবাবুকে তাঁরা অনেক বেশি গুরুত্ব এবং দায়িত্ব দিতে চাইছে।

আগামী ২৯ জুন মঙ্গলবার হেস্টিংসে বিজেপি দফতরে কর্মসমিতির বৈঠক বসতে চলেছে। ওই বৈঠকে দলের বিধায়ক, সাংসদ এবং শীর্ষ নেতারা ছাড়া বিভিন্ন সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত থাকবেন। আর সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গুরুত্ব বাড়ানোর জন্য প্রস্তাব পেশ হতে পারে বলে জানা গিয়েছে। আর সেই প্রস্তাব পেশ হলে, সভাপতি নির্ভর দল বিজেপিতে তা বেনজির সিদ্ধান্ত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রাপ্ত খবর অনুযায়ী, এই বৈঠকেই দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে কীভাবে একই গুরত্ব দেওয়া যায়, সেটা নিয়ে আলোচনা হবে।

যেহেতু শুভেন্দু অধিকারী এরাজ্যে তৃণমূল বিরোধী প্রধান মুখ হয়ে উঠেছেন, সেহেতু ওনার ক্ষমতা আর গুরুত্ব বাড়ানোর জন্য আলোচনার পর্ব চলছে বিজেপির অন্দরে। সুত্র অনুযায়ী, অসমে যেমন হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থেকে বিজেপিতে এসে নিজের দক্ষতা আর কাজের ভিত্তিতে বর্তমানে মুখ্যমন্ত্রী হয়েছেন, তেমনই শুভেন্দু অধিকারীকে মুখ করেই বাংলায় এগিয়ে যেতে চাইছে বিজেপি। আসন্ন পুরসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর কাঁধে আরও দায়িত্ব দিতে পারে বিজেপি।

 


Koushik Dutta

সম্পর্কিত খবর