ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য! জিতে গেলেন শুভেন্দু! বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিকবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা খেয়েছে রাজ্য (Government of West Bengal)। ফের একবার তার পুনরাবৃত্তি হল। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পক্ষে রায় দিয়ে দিল উচ্চ আদালত। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে চর্চা।

কোন মামলায় হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা খেল রাজ্য?

সম্প্রতি দোলযাত্রার দিন হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। তমলুকে সেই মিছিলের ডাক দেওয়া হয়। তাতে আপত্তি জানিয়েছিল পুলিশ। এরপর জল গড়ায় হাইকোর্ট অবধি। উচ্চ আদালত থেকে অনুমতি নিয়ে গতকাল সেখানে মিছিল করেছিল গেরুয়া শিবির।

এবার ফের একবার বিজেপির মিছিলে অনুমতি দিয়ে দিল হাইকোর্ট। জানা যাচ্ছে, আগামী শনিবার হলদিয়ার নিউ মার্কেট এলাকায় মিছিল করতে চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল বিজেপি (BJP)। তবে তমলুকের মতো এক্ষেত্রেও পুলিশি অনুমতি মেলেনি। ফের জল গড়ায় উচ্চ আদালত অবধি। হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু।

আরও পড়ুনঃ ‘অপদার্থ..,’ রামনবমীতে ইডেন থেকে KKR-এর ম্যাচ সরায় বেজায় চটল BJP, রাজ্যকে ঝাঁঝালো আক্রমণ

এই নিয়েই বড় নির্দেশ দিয়ে দিল আদালত। হাইকোর্ট জানিয়েছে, আগামীকাল হলিদিয়ার নিউ মার্কেট অঞ্চলে বিজেপির মিছিলে কোনও বাধা নেই। তবে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)।

Calcutta High Court

হাইকোর্ট জানিয়েছে, ওই মিছিলে শব্দ বিধি মেনে মাইক বাজাতে হবে। সেই সঙ্গেই সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, মিছিল ও পথসভা শেষ করতে হবে আগামীকাল দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টের মধ্যে। ক্ষুদিরাম স্কোয়্যার থেকে শুরু হবে এই মিছিল, শেষ হবে দুর্গাচক নিউ মার্কেটে।

জানা যাচ্ছে, এদিন হাইকোর্টের (Calcutta High Court) কাছে মিছিল ও পথসভার সময় খানিকটা বাড়ানোর আবেদন করেছিলেন বিজেপির আইনজীবী। তবে তাতে রাজি হননি বিচারপতি ঘোষ। পাল্টা তিনি জিজ্ঞেস করেন, ‘ব্রিগেড কি রাতে করেন?’ এরপর আর পদ্ম শিবিরের আইনজীবী কিছু বলেননি বলে খবর।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X