২১ বছর তৃণমূল কংগ্রেস করার জন্য লজ্জিত : শুভেন্দু অধিকারী

তৃণমূল কংগ্রেস (tmc) ত্যাগের এক সপ্তাহের মধ্যেই পুরোনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) । রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী যত দিন যাচ্ছে ততই আক্রমণের ধার বাড়াচ্ছে৷ এর আগে একাধিক জায়গায় তিনি ‘তোলাবাজ ভাইপো হাটাও’ এর ডাক দিয়েছিলেন। আজ বললেন, ২১ বছর তৃণমূল করার জন্য তার লজ্জা করে।

a lot of noise in the political arena about Shuvendu suvendu-adhikari

মঞ্চ থেকে নরেন্দ্র মোদিকে বিপুল প্রশংসায় ভরিয়ে দেন শুভেন্দু। চলে বিজেপির গুনগানও। পাশাপাশি চাচাছোলা ভাষায় আক্রমণ করেন তৃণমূলকেও। তিনি এদিন বলেন, তৃণমূল কংগ্রেস এখন একটা দলে পরিনত হয়েছে। আমার লজ্জা করে ২১ বছর ধরে এই পার্টিটা করেছি। শুভেন্দুর এই মন্তব্যে পাশে বসে হাততালি দিয়ে দেখা যায় মুকুল রায়, তথাগত রায়দের।

রাজ্যের উন্নয়ন নিয়ে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যে এক সরকার না থাকলে রাজ্যের অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়। দেশের সর্বত্র বিজেপির সরকার না থাকলেও বাংলা ছাড়া সকলেই কেন্দ্রের সুযোগ সুবিধা দেয়৷ রাজ্যের ৭৩ লাখ চাষী কেন্দ্রের সুবিধা থেকে বঞ্চিত।

তিনি আরো বলেন, ৩৪ বছর বামেদের শাসনে রাজ্য ভুল পথে গিয়েছে। তৃণমূল ক্ষমতায় এসেও সেই পথেই হেঁটেছে। একমাত্র নরেন্দ্র মোদিই পারেন সোনার বাংলা গড়তে।

জানিয়ে রাখি, ৭ জানুয়ারি মমতা ব্যানার্জী এবং ৮ জানুয়ারি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে কর্মসূচী করতে চলেছেন বর্তমান সময়ের রাজনীতির এই দুই বিরোধী ব্যক্তিত্ব। নন্দীগ্রাম আন্দোলনের ইতিহাসে ১৪ ই মার্চ, ১০ ই নভেম্বর এবং ৭ ই জানুয়ারি- এই দিনগুলো খুবই উল্লেখযোগ্য। এবার ৭ ও ৮ জানুয়ারি পরপর সভা করতে চলছেন মমতা- শুভেন্দু।

মমতার সভা সম্পর্কে ইতিমধ্যেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী । তিনি বলেছেন, ৭ তারিখ মাননীয়া পুলিশ দিয়ে লোক জড়ো করবেন। ৮ তারিখ আমি ভালোবাসা দিয়ে লোক জড়ো করব। ৭ তারিখ মাননীয়া যা বলবেন ৮ তারিখ আমি তার ধরে ধরে জবাব দেব।

 


সম্পর্কিত খবর