‘এগারো সালের পর আসা মাল”, অভিষেকের ‘অকৃতজ্ঞ”র পাল্টা ‘কয়লা ভাইপো’ বলে আক্রমণ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল হলদিয়ায় প্রকাশ্য জনসভায় থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে ‘অকৃতজ্ঞ’ আখ্যা দেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই ঘটনার কিছু সময় কাটতে না কাটতেই অভিষেককে পাল্টা আক্রমণ করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ ছুঁড়ে দেওয়ার সময়কালে এমন কিছু শব্দের ব্যবহার করেন শুভেন্দু, যা নিয়ে বর্তমানে শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে।

‘অকৃতজ্ঞ’ এবং ‘মীরজাফর’ সম্বোধনের পাল্টা হিসেবে শুভেন্দুর দাবি, “অভিষেক বন্দ্যোপাধ্যায় কে?”
শনিবার সন্ধ্যায় সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বিজেপি নেতা বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? তার পরিচয় কি? কয়লা ভাইপো? নন্দীগ্রাম আর সিঙ্গুরে মানুষ মারা যাওয়ার পর যখন ওরা ক্ষমতায় এসেছিল, তখন দিল্লি থেকে আসে ও। ওর পরিচয় শুধুমাত্র একটাই, ভাইপো।”

সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় অভিষেককে একের পর এক তির্যক মন্তব্যের দ্বারা আক্রমণ শানাতে থাকেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, “আমি ওকে জিজ্ঞাসা করতে চাই রুজিরা নারুলা কে? ব্যাংককের ব্যাঙ্ক একাউন্টে টাকা কে ঢোকাত? আসলে 2011 সালের পর মালটা এসেছে। ওকে বাংলার মানুষ কয়লা ভাইপো এবং গরু ভাইপো বলে চেনে। আমি ওর প্রশ্নের কোনো রকম উত্তর দিতে চাই না।” এরপর তিনি বলেন, “ওর একটা মাত্র পরিচয় আর সেটা হলো ভাইপো। ফলে সেই পরিচয় এবং ওর আশেপাশে ঘোরা সিকিউরিটি যদি বাদ দেওয়া হয়, তাহলে ও শেষ।”

প্রসঙ্গত, গতকালই প্রকাশ্য জনসভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “তুমি অকৃতদার নয়, অকৃতজ্ঞ। সিবিআই ও ইডির হাত থেকে বাঁচার জন্য পূর্ব মেদিনীপুরের আবেগকে দিল্লির কাছে গিয়ে বিক্রি করেছ তুমি।” এরপর আক্রমণের ঝাঁঝ আরো খানিকটা বাড়িয়ে বলেন, “এখানে একজন রয়েছেন, তিনি নিজেকে এই জেলার প্রধান বলে দাবি করতেন আর এখন সিবিআই ও ইডির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য দিল্লিতে আশ্রয় নিয়েছেন।”

Sayan Das

সম্পর্কিত খবর