বাংলাহান্ট ডেস্ক: গতকালই জানা গিয়েছিল করোনা (corona) বিধি না মেনে নাইট ক্লাবে পার্টি করার অভিযোগে মুম্বই পুলিসের হাতে গ্রেফতার হয়েছেন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান (Suzanne khan), ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না (suresh raina), গায়ক গুরু রানধাবা (guru randhawa)। উদ্ধব ঠাকরে সরকারের নাইট কার্ফুকে উপেক্ষা করে পার্টি করার অভিযোগে গ্রেফতার করা হয় এই তারকারা সহ ৩৪ জনকে। মুম্বইয়ের এক নাইট ক্লাবের রেড করে এই গ্রেফতারি চালায় মুম্বই পুলিস।
এবার নিজের গ্রেফতারির কথা সম্পূর্ণ অস্বীকার করে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ফুঁসে উঠলেন সুজান খান। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বড়সড় বিবৃতি দিয়েছেন তিনি। সুজান লিখেছেন, ‘গত রাতে আমি একজন ঘনিষ্ঠ বন্ধুর জন্মদিনের ডিনারে গিয়েছিলাম ও আমাদের মধ্যে কয়েকজন JW Marriott এর ড্রাগন ফ্লাই ক্লাবে গিয়েছিলাম। রাত আড়াইটে নাগাদ পুলিস ক্লাবে আসে। ক্লাব কর্তৃপক্ষ ও পুলিসের মধ্যে আলোচনা চলছিল, সেই সময় অতিথিদের তিন ঘন্টা পর্যন্ত ক্লাবের মধ্যেই অপেক্ষা করতে বলা হয়েছিল।’
সুজান আরো লেখেন, ‘আমাদের ভোর ৬টার সময় ছাড় দেওয়া হয়। তাই কিছু সংবাদ মাধ্যমের দেওয়া আমাদের গ্রেফতারির খবর সম্পূর্ণ ভুল ও দায়িত্বজ্ঞানহীন। আমি জানিনা আমাদের অপেক্ষা করতে কেন বলা হল বা ক্লাব ও পুলিসের মধ্যে কি সমস্যা হয়েছিল। মুম্বই পুলিসকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, তাদের নিরলস প্রচেষ্টা ছাড়া আমরা মুম্বইবাসীরা সুরক্ষিত থাকতে পারতাম না।’
https://www.instagram.com/p/CJGzhIojxj0/?igshid=xe69tkncc0wh
প্রসঙ্গত, জানা যায় ২২ তারিখ ভোর ৩টে নাগাদ মুম্বইয়ের আন্ধেরির এক নাইট ক্লাবে আচমকাই হানা দেয় মুম্বই পুলিসের একটি দল। সেখান থেকেই গ্রেফতার করা হয় সুজান খান, গুরু রানধাবা, সুরেশ রায়নাদের। গ্রেফতার হওয়া ৩৪ জনের মধ্যে ১৯ জনই দিল্লি ও পাঞ্জাবের বাসিন্দা। বাকিরা দক্ষিণ বম্বের বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, র্যাপার বাদশাও এদিন উপস্থিত ছিলেন ওই নাইট ক্লাবে। কিন্তু সুযোগ বুঝে পুলিসের চোখে ধুলো দিয়ে পালান তিনি। মুম্বই পুলিস সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন নাইট ক্লাব থেকে তাঁরা অভিযোগ পাচ্ছিলেন করোনা বিধি লঙ্ঘন করার। তাই হঠাৎ করেই এই রেড করেন তাঁরা।
জানা গিয়েছে, ওই তারকারা সহ ৩৪ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯ ও NMDA এর আওতায় ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। তবে আপাতত তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।