এল নয়া নিয়ম! এই সার্টিফিকেট না দিলে আর মিলবে না স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা

Published on:

Published on:

Swami Vivekananda Scholarship scheme mandates a new certificate
Follow

বাংলা হান্ট ডেস্ক: স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে নিয়ে আসা হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda Scholarship) বড় আপডেট। কয়েকদিন আগেই বিকাশ ভবনে তরফ থেকে নোটিস দিয়ে ২০২৪ ২৫ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন ও রিনিউয়াল আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বাধ্যতামূলক নতুন সার্টিফিকেটের নির্দেশ (Swami Vivekananda Scholarship)

জানা যায় এবার থেকে পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) পাওয়ার জন্য তাদেরকে রিনিউয়াল আবেদন করার সময় নতুন একটি সার্টিফিকেট আপলোড করতে হবে। যার নাম-SVMCM Utilization Certificate।

 Swami Vivekananda Scholarship scheme mandates a new certificate

আরও পড়ুন: ডিমের খোসা এত কাজে লাগে! ঘরে-গার্ডেনে এর ব্যবহার জানলে আর কখনও ফেলবেন না

কোথায় এই সার্টিফিকেট পাওয়া যাবে? কীভাবে সার্টিফিকেটটা তৈরি করবেন? একবার জেনে নিন:

বহু পড়ুয়া একাধিক কোর্সে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকেন। পাশাপাশি উচ্চ শিক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপের জন্য আবেদন করেন। পড়ুয়ারা একাধিক কোর্স করে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এছাড়া ছাত্রছাত্রীরা যাতে স্কলারশিপ পায় সহজে তার জন্য রিউনিয়াল আবেদনের সময় স্কুল বা কলেজের ভেরিফিকেশন হিসেবে এই সার্টিফিকেটটি কাজ করবে।

সর্বোপরি ওই পড়ুয়া ঠিকভাবে ক্লাস করছে কিনা, পাশাপাশি ব্যাংকের একাউন্টের স্কলারশিপ এর টাকা পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করছে কিনা খরচ হচ্ছে কিনা সেটার জন্যই এই সার্টিফিকেট জমা করতে হবে। আর স্কলারশিপ Renewal আবেদন করার সময় ডকুমেন্ট আপলোড সেকশনে ওপরে ‘Download Utilisation Certificate’ অপশন থাকবে সেটিতে ক্লিক করে এই ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। তারপর প্রিন্ট করে নিয়ে স্কুল বা কলেজে প্রধান শিক্ষককে দিয়ে সেটির মধ্যে সই ও এটেস্টেড করাতে হবে। এরপর স্কলার্শিপের (Swami Vivekananda Scholarship) ডকুমেন্ট আপলোড সেকশনে সেই সার্টিফিকেটটি আপলোড করতে হবে।