বাংলাহান্ট ডেস্কঃ বিজেপি ছেড়ে আবারও নিজের পুরনো ঘর তৃণমূলে ফিরেছেন মুকুল রায় (mukul ray)। বিজেপিতে থাকাকালীন মুকুলের দখল করা স্থান অর্থাৎ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদ বর্তমানে ফাঁকা পড়ে আছে। এবার সেই পদেই স্বপন দাশগুপ্তকে (Swapan Dasgupta) বসানোর তোরজোড় করছে পদ্ম শিবির।
একুশের বিধানসভা নির্বাচনে হুগলির তারকেশ্বর আসন থেকে বিজেপির হয়ে লড়াই করেছিলেন স্বপন দাশগুপ্ত। সেই কারণে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফাও দিয়েছিলেন স্বপন দাশগুপ্ত। তবে নির্বাচনে বিজেপির ভরাডুবির সঙ্গে সঙ্গে তারকেশ্বর আসন থেকে পরাজিত হন স্বপনবাবু। তবে নির্বাচনে হারের পর তাঁকে আবারও রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এবার মুকুল রায়ের ছেড়ে যাওয়া সেই পদেই স্বপনবাবুকে বসাতে চলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। সূত্রের খবর, রায়সাহেবের ছেড়ে যাওয়া পদে কোন বাঙালি প্রতিনিধিকেই দেখতে চান তাঁরা। সেইকারণেই এই স্থানে মনোনীতদের তালিকায় স্বপন দাশগুপ্তের নাম রয়েছে সর্বপ্রথম।
প্রসঙ্গত, নির্বাচনের পর থেকেই কিছুটা ছাড়া ছাড়া ভাব দেখা গিয়েছিল বিজেপির সঙ্গে মুকুল রায়ের। শপথ বাক্য পাঠ করলেও, বিজেপির বৈঠকে যোগ দেননি তিনি। তারপর আবার মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। আর তারপর থেকেই জলঘোলা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত শুক্রবার তৃণমূলের উত্তরীয় পরিয়ে মুকুল রায়কে সবুজ শিবিরে স্বাগত জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তৃণমূলে ফিরে গেলেন মুকুল পুত্র শুভ্রাংশুও।