খামখেয়ালি লকডাউন! লোকাল ট্রেন চালানোর ব্যবস্থা নিন! রেলমন্ত্রীর কাছে আবেদন বিজেপি সাংসদের

বাংলা হান্ট ডেস্কঃ দু’দিন আগে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যে ১লা জুলাই থেকে বিধিনিষেধ শিথিল করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ লা জুলাই থেকে রাজ্যে গণপরিবহণ, জিম ছাড়াও অন্যান্য সুবিধা চালু হলেও, দেশের লাইফলাইন বলে পরিচিত ‘লোকাল ট্রেন” চালু করার কোনও কথাই বলেন নি মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই, লোকাল ট্রেন আপাতত চলছে না রাজ্যে। এবার লোকাল ট্রেন চালু করার দাবি নিয়ে সরকারি রেলমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত।

স্বপন দাশগুপ্ত টুইট করে লেখেন, ‘পশ্চিমবঙ্গে খামখেয়ালি লকডাউন চলছে। বাস চলছে, কিন্তু মেট্রো আর লোকাল ট্রেন বন্ধ। সাধারণ যাত্রীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাঁদের উপার্জন টুকু বন্ধ হয়ে গিয়েছে।” উল্লেখ্য, এর আগে নবান্নের সাংবাদিক বৈঠকে লোকাল ট্রেন চালানো নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখন ট্রেন চালালে দুনিয়ার লোকের কোভিড হবে, তখন কে সামলাবে।” ওনার এই কথাতেই স্পষ্ট বোঝা গিয়েছিল যে তিনি এখন লোকাল ট্রেন চালাতে উদ্যোগী নন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেন না চালানোর ইচ্ছে কে খামখেয়ালি নীতি বলে কটাক্ষ করে স্বপনবাবু চিঠিতে লেখেন, ‘করোনার কারণে এপ্রিল মাসের শেষ থেকে বাংলায় লকডাউন চলছে। লোকাল ট্রেন, কলকাতা মেট্রো সমস্ত কিছু বন্ধ। গত ১৫ দিনে লকডাউন শিথিল করা হয়েছে। জিম, রেস্তোরাঁ খুলে দেওয়া হয়েছে। বাস পরিষেবাও চালু করা হয়েছে। কিন্তু এখনও দুর্ভাগ্যজনক ভাবে লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষ এরফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।”

স্বপনবাবু আরও লেখেন, ‘বাসে অনেক ভিড় হচ্ছে। এত ভিড়ে মহামারী নিয়ন্ত্রণে থাকবে না। বাংলার মানুষের স্বার্থে আপনাকে আবেদন করছি যে, রাজ্য সরকারকে রেল পরিষেবা চালু করার কথা জানাক রেল। করোনাবিধি মেনে রাজ্যে চলুক লোকাল ট্রেন। আপনি ব্যক্তিগত ভাবে বিষয়টি দেখুন। আপনার পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর