স্বাধীন মাতৃভূমির দাবিতে রাস্তায় নামল তিব্বতিরা, রাজধানীর চীনা দূতাবাসের সামনে দেখাল বিক্ষোভ

বাংলাহান্ট ডেস্কঃ তিব্বত (Tibet) দখলের প্রতিবাদে এবার রাজধানী দিল্লীতে (new delhi) প্রতিবাদ দেখালেন ভারতে নির্বাসনে থাকা তিব্বতি জনতা। রাজধানীতে অবস্থিত চীনা (china) দূতাবাসের সামনে প্রতিবাদে সামিল হলেন তিব্বতি শরণার্থীরা। চীনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন তাঁরা।

সূত্রের খবর, পতাকা ও মুখোশ পরে স্বাধীন তিব্বতের দাবিতে রাজধানী স্থিত চীনা দূতাবাসের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বিক্ষোভ দেখান তিব্বতি জনতারা। কিছুদিন আগেই ভারতে নির্বাসিত আত্মীয়দের সঙ্গে ‘যোগাযোগ রক্ষার অপরাধে’ বেশ কয়েকজন তিব্বতিকে গ্রেপ্তার করে চীনা পুলিশ- এমনটা সূত্র মারফত জানা গিয়েছে।

বেশ কয়েকজনকে গ্রেফতার করে চীনা হেফাজতে রাখার ফলে, সেখানেই এক তিব্বতি ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ‘Tibet Watch’ নামের একটি মানবাধিকার সংগঠনের দাবি, সকল তিব্বতবাসীদের উপর নজরদারি করে চীন। আর সেখান থেকে কেউ তাঁদের ভারতের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করলে, তাঁদের হেফাজতে নেয় চীনা পুলিশ। যার ফলেই ওই তিব্বতি ব্যক্তির মৃত্যু হয়েছে।

এর পরবর্তীতে বৃহস্পতিবার সকালে রাজধানী দিল্লীতে অবস্থিত চীনা দূতাবাসের সামনে ক্ষোভ ফেটে পড়েন ভারতে নির্বাসনে থাকা তিব্বতি জনতারা। স্বাধীন রাষ্ট্রের দাবিতে তাঁরা প্রতিবাদে অংশ নেয়। চীনের জুলুমবাজির বিরুদ্ধে সোচ্চার হয় এই তিব্বতিরা। তবে পরবর্তীতে আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর