খোল করতাল বাজিয়ে নিজের এলাকায় রাম মন্দিরের প্রতিষ্ঠা করলেন রাজ্যের মন্ত্রী, তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে তৃণমূল নেত্রী ভগবান রামকে উত্তর ভারতের ভগবান বলছেন। ‘জয় শ্রী রাম” ধ্বনি শুনেই রেগে যাচ্ছেন। আরেকদিকে, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর স্নেহভাজন স্বপন দেবনাথ খোল-করতাল বাজিয়ে রাম মন্দিরের উদ্বোধন করছেন। মন্ত্রীর রাম মন্দির উদ্বোধনের পর জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে। তাহলে কি এবার স্বপনবাবুও রামের শরণে যাচ্ছেন? যদিও সেরকম কোনও ইঙ্গিত পাওয়া যায়নি ওনার থেকে।

Webp.net resizeimage 250 630x420 1

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর ১ নম্বর ব্লকের জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের ভাতছালা গ্রামে মন্দিরের উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। মন্দির উদ্বোধনের পর তিনি বলেন, ‘এই এলাকায় আগে একটা রাম-সীতা লক্ষ্মণের মন্দির ছিল। আর সেই পুরনো ইতিহাস জিইয়ে রাখতেই এই মন্দির গড়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।” এক বছর আগে এই মন্দিরের শিলন্যাস করা হয়েছিল। আজ মন্দিরের উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ।

নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধন করা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। পূর্ব বর্ধমান জেলার বিজেপির সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, ‘ভোটের জন্যই এসব করা হচ্ছে। রাম মন্দির গড়ার নামে নাটক করছেন স্বপন দেবনাথ। মানুষ ওনার এই নাটকে ভুলবে না। EVM এ যোগ্য জবাব দেবে মানুষ।”

জানিয়ে রাখি, শুধু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, গোটা তৃণমূল দলেই ভগবান রামের কোনও ভক্ত নেই। এমনকি তৃণমূলের নেতা তথা প্রাক্তন বিধায়ক মদন মিত্র গোটা ভারতে জয় শ্রী রাম স্লোগান নিষিদ্ধ করার দাবি নিয়ে হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। আর এরমধ্যে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের রাম মন্দিরের উদ্বোধন করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Baisakhi Dutta

সম্পর্কিত খবর