বিয়ের আগেই গর্ভবতী, গোপনে বিয়ে সারার চার মাসের মাথায় মা হলেন স্বপ্না চৌধুরী!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: স্বপ্না চৌধুরীকে (swapna chowdhury) চেনেন না এমন মানুষ সম্ভবত খুবই কম আছেন। বিগ বসের দৌলতে তার জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। স্বপ্নার নাচ ও গান হরিয়ানা ছেড়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে। তিনি মঞ্চে উঠলেই হাততালির ধুম পড়ে যায়।

উত্তর ভারতের সেনসেশন স্বপ্না। তাঁর নাচে পারদর্শিতার কথা আর কারওরই জানতে বাকি নেই। নিজের নাচের সম্মোহনী শক্তির কথা খুব ভালভাবেই জানেন স্বপ্না। তাই তো কোনও বাহারি জমকালো পোশাক নয়, নেহাতই সাধারন সালোয়ার কামিজেই মঞ্চে উঠে পড়েন তিনি।


তাঁর প্রতিটা পারফরম‍্যান্স  প্রমাণ করে দেয় মঞ্চ মাতানোর জন্য জমকালো পোশাকের বাহারের প্রয়োজন হয় না। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় তাঁর নাচ। স্বপ্নার জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে।

এহেন স্বপ্না চৌধুরী বিয়ের পিঁড়িতে কবে বসবেন সেই নিয়ে জল্পনা কল্পনার অন্ত ছিল না। একসময় গুঞ্জন শোনা গিয়েছিল, হরিয়ানা নিবাসী বীর সাহুর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। কিন্তু তখন এই বিষয়ে বীর সাহু বা স্বপ্না চৌধুরী কেউই কিছু বলেননি।

তবে জুলাই মাসে বেশ কয়েকটি ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন স্বপ্না। সেখানে তাঁর সিঁথিতে দেখা গিয়েছিল সিঁদুর। তখনি জানা যায়, খবর সত‍্যি। গোপনেই বিয়ে সেরে ফেলেছেন এই।হরিয়ানভি গায়িকা।

https://www.instagram.com/p/CDCI81WFlgx/?igshid=oc6wpw3h493w

এবার প্রকাশ‍্যে এসেছে আরো এক চাঞ্চল‍্যকর তথ‍্য। বিয়ের চার মাসের মাথায়ই নাকি মা হয়েছেন স্বপ্না। ৪ অক্টোবর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি, এমনটাই জানা গিয়েছে সংবাদ মাধ‍্যম সূত্রে। এরপরেই নতুন করে গুঞ্জন উঠেছে বিয়ের আগেই গ‍র্ভবতী হয়ে পড়েন স্বপ্না। তাই তড়িঘড়ি এই বিয়ের সিদ্ধান্ত। তবে এই বিষয়ে এখনো মুখ খোলেননি স্বপ্না চৌধুরী।

https://youtu.be/qsSQLbm9jns

X