বাংলাহান্ট ডেস্ক: কুড়ি বছর পর আফগানিস্তানে ফিরছে সেই ভয়াবহ তালিবানি শাসন। মাত্র এক দিনে যেভাবে কাবুলের দখল নিল তালিবান তা দেখে হতবাক গোটা বিশ্ব। ইতিমধ্যেই সাধারন নাগরিক তথা মহিলাদের জন্য জারি হয়েছে একাধিক ফতোয়া। রাজনৈতিক মহলের চর্চার কেন্দ্রে এখন শুধুই আফগানিস্তান। এরই মাঝে তালিবান শাসন ও হিন্দুত্বের তুলনা টেনে বিতর্কের ভাগিদার হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (swara bhaskar)।
বিতর্ক সৃষ্টিতে স্বরার জুড়ি নেই। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি। এবারে আফগানিস্তানে তালিবান সন্ত্রাসের সঙ্গে হিন্দুত্ববাদের তুলনা করে তুমুল সমালোচিত হয়েছেন স্বরা। ইতিমধ্যেই তাঁর টুইট নিয়ে নেটমাধ্যমে প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন নেটনাগরিকদের একাংশ।
টুইটে স্বরা লিখেছেন, ‘হিন্দুত্ব সন্ত্রাসের কোনো সমালোচনা আমরা করি না। কিন্তু তালিবান সন্ত্রাস দেখে আমরা আশ্চর্য হই, ক্ষুব্ধ হই। তালিবান সন্ত্রাস দেখে আমরা সরব হই কিন্তু হিন্দুত্ব সন্ত্রাসে আমাদের কিছুই আসে যায় না। আমাদের মানবিকতা ও মূল্যবোধ কোনো নির্দিষ্ট সন্ত্রাসবাদী বা সন্ত্রাসের উপর ভিত্তি করে তৈরি করা উচিত নয়।’
https://twitter.com/idnani_nandini/status/1427817780271718401?s=19
স্বরার এই টুইট নিয়েই তুঙ্গে উঠেছে বিতর্ক। অভিনেত্রীর টুইট দেখে অনেকের কটাক্ষ, তিনি ভারত ছাড়া সব জায়গাতেই নিরাপদ মনে করেন। অনেকেই তাঁকে পরামর্শ দিয়েছেন আফগানিস্তান চলে যেতে। ভারত বিরোধীর তকমা পেয়েছেন তিনি। স্বরার এই টুইটের পর ‘অ্যারেস্ট স্বরা ভাস্কর’ হ্যাশট্যাগ ট্রেন্ডিং তালিকাতেও চলে এসেছে।
I was waiting for shameless Swara to comment something on Taliban and finally she spoke but compared Hindutva with Taliban.Unguli Bai is living in Hindutva rule and abuses Hindus day and night that's enough to understand truth.#SwaraBhasker https://t.co/ut50rBoqyA
— Sandeep Thakur (@ersandeep254) August 17, 2021
https://twitter.com/iBhagavathi/status/1427871285565030401?s=19
উল্লেখ্য, এর আগেও আফগানিস্তান নিয়ে টুইট করেছিলেন স্বরা। সেবার তালিবানদের ক্ষুধার্ত শিয়ালের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। অভিনেত্রীর ভয় ছিল, সে দেশের মহিলারা ফের একবার তালিবানের ভয়ঙ্কর অত্যাচারের বলি হতে চলেছে। তখনো তাঁর সেই টুইট নিয়ে বেশ জলঘোলা হয়েছিল বিভিন্ন মহলে।