মহিলা টিকটকারের জামাকাপড় ছিঁড়ে, হাওয়ায় ছুঁড়ে স্বাধীনতা দিবস পালন পাকিস্তানে, ভিডিও ভাইরাল

বাংলা হান্ট ডেস্কঃ প্রতিবেশী দেশ পাকিস্তান (Pakistan) থেকে এক লজ্জাজনক ঘটনা সামনে আসছে। সেখানে এক মহিলা টিকটকারকে (Woman TikToker) শয়ে শয়ে মানুষের ভিড় ঘিরে ফেলে তাঁর জামাকাপড় ছিঁড়ে দেয়। শুধু তাই নয়, মহিলাকে তাঁরা হাওয়ায় ছুঁড়তে থাকে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়ার পরই চারিদিকে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। পুলিশ এই মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

পাকিস্তানের পত্রিকা ‘ডন” অনুযায়ী, ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের দিনে ওই মহিলা নিজের ৬ বন্ধুর সঙ্গে মিনার-ই-পাকিস্তানে ভিডিও শ্যুটিংয়ের জন্য গিয়েছিলেন। তখন ৩০০ থেকে ৪০০ জনের ভিড় তাঁর উপর হামলা করে। এই মামলায় লোরি আড্ডা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। মহিলা টিকটকার আর তাঁর বন্ধুরা ভিড়ের থেকে অনেক বাঁচার চেষ্টা করেন, কিন্তু তাঁরা নিজের কাজে সফল হন নি।

https://www.youtube.com/watch?v=qygM41sZlQg

নির্যাতিতা জানান, ‘অনেক লোক ছিল ওখানে। আর সবাই আমাকে ধাক্কা দিচ্ছিল। আমার কাপড় ছিঁড়ে দিয়েছিল। কয়েকজন আমার সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু ভিড় অত্যাধিক থাকার কারণে তাঁরা ব্যর্থ হয়। ওঁরা আমায় হাওয়ায় ছুঁড়তে থাকে বারবার।” স্বাধীনতা দিবসে মহিলা আর তাঁর সঙ্গীদের সঙ্গে এই ঘটনা ঘটার পর পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

রিপোর্ট অনুযায়ী, উন্মাদী জনতা ওই মহিলার থেকে তাঁর আংটি এবং কানের দুলও ছিনিয়ে নেয়। মহিলার এক সঙ্গীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে তাঁরা। এছাড়া একটি পরিচয়পত্র এবং নগদ ১৫ হাজার টাকাও লুঠ করা হয়েছে বলে জানা গিয়েছে।

লাহোরের ডিআইজি সাজিদ কিয়ানি এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। উনি জানিয়েছেন যে, ওই মহিলার সম্মানহানি আর উপর নির্যাতন করা হয়েছে। যারা এই কাজ করেছে, তাঁদের উপযুক্ত শাস্তি হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর