নাম না করে কাশ্মীর ফাইলসকে কুৎসিত ব্যঙ্গ, পালটা আক্রমণে পালিয়ে বাঁচলেন স্বরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গোটা দেশের নজর এখন ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এর দিকে। এই একটি ছবি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে লাইমলাইট হিন্দি ইন্ডাস্ট্রিতে তো এনে ফেলেছেই, উপরন্তু অন্যান্য বেশ কয়েকটি ছবি থেকে ব্যবসা ও জনপ্রিয়তার নিরিখে এগিয়ে রয়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি। দর্শক থেকে শুরু করে ফিল্ম সমালোচকরা পর্যন্ত সবুজ সংকেত দিয়েছে ছবিটিকে।

তবে এখনো পর্যন্ত অধিকাংশ বলিউড তারকাই মুখে কুলুপ এঁটে রয়েছেন ছবিটি নিয়ে। সম্প্রতি অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar) টুইট করলেও তীব্র ট্রোলের মুখে পড়েছেন। নেটনাগরিকদের দাবি, নাম না করে দ্য কাশ্মীর ফাইলস এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে কটাক্ষ করেছেন তিনি। বদলে অভিনেত্রীকে রীতিমতো তুলোধনা করেছেন নেটিজেনরা।

ঠিক কী লিখেছেন স্বরা? সম্প্রতি তিনি একটি টুইট করেছেন যা নিয়ে আপাতত নেটদুনিয়া। কোনো ছবির নাম না করেই তিনি লিখেছেন, ‘যদি আপনি চান যে আপনার সাফল্যের জন্য করা পরিশ্রম নিয়ে মানুষ আপনাকে শুভেচ্ছা জানাক, তাহলে প্রথমে গত পাঁচ বছর তাদের মাথার উপর বসে নোংরা ফেলা বন্ধ করুন।’

টুইটে কোনো ছবি বা ব্যক্তির প্রসঙ্গ স্বরা টানেননি ঠিকই, তবে নেটিজেনদের অধিকাংশেরই দাবি এই মুহূর্তে সবথেকে আলোচিত ছবিটি নিয়েই এই কটাক্ষ শানিয়েছেন অভিনেত্রী। তাই ট্রোলও হতে হচ্ছে তাঁকে। একজন ব্যঙ্গ করে লিখেছেন, অন্য একজনের সাফল্যের দৌলতে তাঁর থেকে নিজের দিকে নজর ঘুরিয়ে নিতে সক্ষম হয়েছেন স্বরা। অনেকে স্বরা অভিনীত ‘রসভরী’ ওয়েব সিরিজ বা ‘ভীরে দি ওয়েডিং’ ছবির বিষয়বস্তু নিয়ে কটাক্ষ করেছেন। তবে ট্রোলের কোনো উত্তর এখনো দেননি অভিনেত্রী।

উল্লেখ্য, এখনো পর্যন্ত কঙ্গনা রানাওয়াত, অক্ষয় কুমার, কেআরকে, আমির খানের মতো তারকারা বক্তব্য রেখেছেন দ্য কাশ্মীর ফাইলস নিয়ে। এটাকে ‘বছরের সবথেকে গুরুত্বপূর্ণ ছবি’ বলে প্রশংসা করে বলিউডকে একহাত নিয়েছিলেন কঙ্গনা। বলিউড ইন্ডাস্ট্রির নিস্তব্ধতাকে কটাক্ষ শানিয়ে অভিনেত্রী বলেন, এই ছবি প্রমাণ করে দিয়েছে করোনা পরবর্তীতে প্রেক্ষাগৃহ শুধুমাত্র বড় বাজেটের ছবির জন‍্য নয়। ভোর ছটার শোও হাউজফুল যাচ্ছে!

এরপরেই অক্ষয় দ্য কাশ্মীর ফাইলস ছবিতে অনুপম খেরের অভিনয়ের প্রশংসা করেন। অন্যদিকে আমির খান দাবি করেন, এখনো ছবিটি দেখেননি তিনি। তবে তিনি শুনেছেন ছবিটি খুবই সফল হয়েছে। টিমকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

X