বীর সাভারকরকে অপমানের অভিযোগ, খুনের হুমকি চিঠি পেলেন স্বরা ভাস্কর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: খুনের হুমকি (Death Threat) পেলেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)। খুনের হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে তাঁর কাছে। তারপরেই পুলিসে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। বিষয়টা নিয়ে ইতিমধ‍্যেই তদন্ত শুরু করেছে ভারসোভা থানার পুলিস। বুধবার পুলিসের তরফে এমনটাই জানানো হয়েছে।

পুলিস সূত্রে খবর, স্বরার ভারসোভার বাড়িতে বেনামে একটি চিঠি পাঠানো হয় দুদিন আগে। সেই চিঠিতে নাকি হিন্দিতে লেখা ছিল, বীর সাভারকরের অপমান দেশের তরুণ প্রজন্ম সহ‍্য করবে না। চিঠিটি পাওয়া মাত্রই ভারসোভা থানায় গিয়ে অজ্ঞাত পরিচয় ব‍্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।


সম্প্রতি উদয়পুরে ঘটে যাওয়া হত‍্যাকাণ্ড নিয়ে সরব হয়েছেন স্বরা। বিভিন্ন রাজনৈতিক এবং অন‍্যান‍্য ইস‍্যু নিয়ে প্রায়ই নিজস্ব মতামত দিতে দেখা যায় তাঁকে। এবারেও মুখ খুলেছেন তিনি। একটি টুইটে স্বরা লেখেন, ‘ঘৃণ‍্য এবং অত‍্যন্ত নিন্দনীয় ঘটনা। অপরাধীদের আইনের সাহায‍্য নিয়ে কড়া হাতে দমন করতে হবে। ঘৃণ‍্য অপরাধ, অযৌক্তিক!’

তিনি আরো লিখেছেন, ‘ভগবানের নামে মানুষ মারতে হলে আগে নিজেকে দিয়ে শুরু করুন!’ হত‍্যাকারীদের ‘রাক্ষস’ বলেও কটাক্ষ করেছেন স্বরা। সুর চড়ানোর জন‍্য অনেকে বাহবা দিয়েছেন অভিনেত্রীকে। আবার অনেকে তাঁকেও কটাক্ষ করেছেন। স্বরার পুরনো টুইটগুলি মনে করিয়ে দিয়ে তাঁর বিরুদ্ধেও তোপ দেগেছেন অনেকে।

উদয়পুরের বাসিন্দা কানহাইয়ালালের আট বছরের ছেলে তাঁর মোবাইল থেকে প্রাক্তন বিজেপি নেত্রী নুপূর শর্মার বক্তব‍্যকে সমর্থনমূলক একটি পোস্ট শেয়ার করেছিল। আর সেই ‘অপরাধ’ এর খেসারত নিজের প্রাণ দিয়ে দিতে হল কানহাইয়ালালকে।

একটি ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে হত‍্যাকারীরা। সেখানে শুরুতে দেখা যায় দুই ব‍্যক্তির পোশাকের মাপ নিচ্ছে দর্জি কানহাইয়ালাল। তারপরেই মাংস কাটার ছুরি দিয়ে কানহাইয়ার গলা কেটে খুন করে দুই দুষ্কৃতী।

ভিডিওতে রীতিমতো উল্লসিত কণ্ঠে তারা স্বীকার করেছে খুনের কথা। ভিডিওটি ছড়িয়ে পড়তে তীব্র ক্ষোভ এবং ত্রাসের সঞ্চার হয়েছে। ধানমন্ডি এলাকায় ঘটেছে ঘটনাটি। ইতিমধ‍্যেই পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ২৪ ঘন্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

X