বাংলাহান্ট ডেস্ক: বিয়ের সবাই বেজেছে অভিনেত্রী স্বরা ভাস্করের (Swara Bhaskar) জীবনে। বিতর্কিত মন্তব্য করা থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন তিনি। ফোকাস করেছেন বিয়ের প্রস্তুতিতে। আধা বিয়ে অবশ্য আগেই সেরে রাখা স্বরার। অর্থাৎ আইনি সইসাবুদ গত মাসেই মিটিয়ে নিয়েছেন তিনি। এবার শুধু পালা সামাজিক বিয়েটা সেরে ফেলার।
মিছিলে হাঁটতে গিয়ে শুরু হওয়া প্রেম পরিণতি পেয়েছে গত ১৬ ফেব্রুয়ারি। সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে নাচতে নাচতে রেজিস্ট্রি ম্যারেজ সেরেছিলেন স্বরা। নিজের মায়ের লাল টুকটুকে শাড়িতে সেজে গলায় মালা পরে দুই পরিবারের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন স্বরা ফাহাদ।
চলতি মাসেই সামাজিক বিয়েটাও তাঁরা সেরে ফেলতে চলেছেন। সূত্রের খবর মানলে, ১১ থেকে ১৬ মার্চের মধ্যে বিয়ের পিঁড়িতে বসছেন স্বরা এবং ফাহাদ। প্রতিটি বলিউডি বিয়ের মতো অভিনেত্রীর বিয়ের আগেও প্রি ওয়েডিং অনুষ্ঠান হবে। ভিন ধর্মে বিয়ে করলেও থাকছে হলদি, মেহেন্দি, সঙ্গীতের মতো রীতি অনুষ্ঠান।
আপাতত দিল্লিতে নিজের বাড়িতে রয়েছেন স্বরা। বিয়ের যাবতীয় প্রস্তুতি চলছে সেখানেই। হ্যাঁ, হালের ট্রেন্ড মেনে ডেস্টিনেশন ওয়েডিং নয়, বরং পরিবারের লোকজন, আত্মীয়স্বজনদের নিয়ে নিজের দাদু দিদার বাড়িতে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী। তবে জানা যাচ্ছে, খুব বেশি ধুমধাম হবে না বিয়েতে। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে সেলিব্রেশনে মাতবেন স্বরা। ইতিমধ্যেই বন্ধুদের আমন্ত্রণ পত্র পাঠাতে শুরু করে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের আওতায় রেজিস্ট্রি ম্যারেজ করেছেন স্বরা ফাহাদ। কিন্তু স্বরার এই বিয়ে নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন বরেলির আলা হজরত দরগার মৌলানা শাহাবুদ্দিন। তিনি বলেন, ইসলামে স্পষ্ট বলা রয়েছে পাত্রী যদি অমুসলিম হয় এবং মুসলিম পাত্রের সঙ্গে নিকাহ করতে রাজি হয়, তবে তাকে আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে।
ওই মৌলানা আরো বলেন, মেয়ে হোক বা ছেলে, আগআগে ইসলাম গ্রহণ করতে হবে তাঁকে। তবেই সেই বিয়ে কোরান এবং হাদিসে বৈধ মানা হবে। মৌলানা স্পষ্টই বলেন, বিয়েটাকে বৈধ করতে হলে স্বরাকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে। কিন্তু ধর্ম পরিবর্তন নিয়ে কোনো মন্তব্যই করেননি অভিনেত্রী। মৌলানার চোখ রাঙানিকে হেলায় উড়িয়ে নিজের সিদ্ধান্তেই অটল থাকছেন তিনি।