বাংলাহান্ট ডেস্ক: সদ্য মুক্তি পেয়েছে স্বরা ভাস্কর (Swara Bhaskar) অভিনীত ‘যাহা চার ইয়ার’। আর প্রত্যাশা মতোই বক্স অফিসে ডুবে গিয়েছে সে ছবি। তাই এবার বিতর্কিত মন্তব্য করে চর্চায় আসার চেষ্টায় স্বরা। হঠাৎ করেই পরিচালক প্রযোজক করন জোহরের (Karan Johar) হয়ে সরব হয়েছেন তিনি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে হেনস্থা করনকে হতে হয়েছিল তার জন্য আমজনতার উপরেই ক্ষোভ উগরে দিয়েছেন স্বরা।
দু বছর আগে সুশান্তের অকালমৃত্যুর পর অনেকগুলো আঙুল উঠেছিল করনের দিকে। তাঁর স্বজনপোষণ এবং পরিকল্পনা করে সুশান্তকে সিনেমা থেকে বাদ দেওয়ার জন্যই নাকি ওই পরিণতি হয়েছিল অভিনেতার। নজিরবিহীন সমালোচনার মুখে পড়েছিলেন পরিচালক। এবার সেই বিষয়টা নিয়েই মুখ খুলেছেন স্বরা। তাঁর মতে, করন আর যাই করুন না কেন, তিনি খুনি নন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্বরা বলেন, বলিউডে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই বিতর্ক থেকে গা বাঁচিয়ে চলতে চাইছেন। ইন্ডাস্ট্রিতে নাকি একটা অলিখিত নিয়ম বা প্রচলিত বিশ্বাস আছে, কোনো বিতর্কে মন্তব্য না করাই সমীচিন তারকাদের জন্য।
এরপরেই করন ও সুশান্তের প্রসঙ্গ তোলেন স্বরা। তিনি স্পষ্ট কথায় বলেন, “আপনাদের করন জোহরের সিনেমা জঘন্য লাগতে পারে, ওঁর নেপোটিজম নিয়ে আপত্তি থাকতে পারে। কিন্তু আপনার অপছন্দের মানে এই নয় যে উনি একজন খুনি।” এর আগে স্বরা বলেছিলেন, বলিউডের উচিত সৎ ভাবে একটা গল্প বলা। বলিউডে স্বৈরাচার চলে না। সেই সঙ্গে তিনি এও বলেছিলেন, অক্ষয় কুমার যে ধরণের ছবি বানান তার সঙ্গে তিনি সহমত নন। তবে তার মানে এই নয় যে তিনি চাইবেন অভিনেতার ছবি ফ্লপ হোক।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে স্বরা অভিনীত ‘যাহা চার ইয়ার’। নাম থেকেই স্পষ্ট, চার বান্ধবীর গল্পই এই ছবির বিষয়বস্তু। সোশ্যাল মিডিয়ায় ছবির প্রচারও করেছিলেন স্বরা। কিন্তু তখনো যেমন সাড়া পাননি, ছবি মুক্তির পরেও ফাঁকাই থেকে গিয়েছে হল। দর্শকরা দেখতেই যায়নি স্বরার ছবি। ছবির IMDb রেটিং মাত্র ৪.৫। ব্যবসার পরিমাণও তথৈবচ।