বুলডোজারের আওয়াজ শুনতে পাচ্ছেন না? নুপূর শর্মা-বিতর্কে মুখ খোলায় গৌতম গম্ভীরকে খোঁচা স্বরা ভাস্করের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পয়গম্বরকে (Prophet Muhammad) নিয়ে একটি মাত্র মন্তব‍্য, বিতর্ক সৃষ্টি করার জন‍্য যথেষ্ট। নুপূর শর্মা (Nupur Sharma), বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র , বিতর্কিত একটি মন্তব‍্য করে ফেঁসেছেন। পয়গম্বরকে অপমান করার অভিযোগে যেন ধ্বংসলীলায় মেতেছে একদল মানুষ। বলিউড তারকাদের মধ‍্যে অনেকেই তাঁর বিপরীতে গিয়েছেন। তবে কঙ্গনা রানাওয়াত শুরু থেকেই নুপূরের হয়েই গলা ফাটিয়েছেন।

সম্প্রতি বিষয়টা নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে  প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি কর্মী গৌতম গম্বীরকে (Gautam Gambhir)। তাঁর মতামত শুনে ক্ষিপ্ত হয়ে আবার সরব হয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)। গম্ভীরের শেয়ার করা টুইটে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন স্বরা‌


কী লিখেছেন গম্ম্ভীর? সাম্প্রতিক পয়গম্বর বিতর্কে তিনি টুইট করেন, ‘ক্ষমা চেয়ে নিয়েছেন এমন এঅজন মহিলার উপরে গোটা শেষে ঘৃণার আবহ। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। বিষয়টাতে তথাকথিত ধর্মনিরপেক্ষদের নীরবতা অস‍হ‍্য হয়ে উঠছে।’

গৌতমের এই টুইটটি শেয়ার করেই পালটা কটাক্ষ শানিয়েছেন স্বরা। সমস্ত রাজনৈতিক ইস‍্যু নিয়ে নিজের মতামত রাখেন স্বরা। কেন্দ্রবিরোধী মনোভাবের জন‍্য পরিচিত স্বরার মন্তব‍্য বেশিরভাগ সময়েই নতুন বিতর্কের জন্ম দেন।

এবারে গম্ভীরের টুইটের স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন, ‘কিন্তু ইনি বুলডোজারের আওয়াজ পাচ্ছেন না।’ আসলে উত্তরপ্রদেশে দাঙ্গায় ‘ইন্ধনদানকারী’দের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মুখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথ। সেই প্রসঙ্গেই স্বরার এই খোঁচা।


এর আগে স্বরা মন্তব‍্য করেছিলেন, এখন ভারতে বসবাস করা মানে সর্বক্ষণ অসহায় ক্ষোভের পরিস্থিতিতে থাকা। নুপূর শর্মা বিতর্ক নিয়ে আগেও মুখ খুলেছেন স্বরা। নুপূর শর্মার প্রতিকৃতি স্বরূপ একটি পুতুল ঝুলিয়ে দেওয়ার ঘটনার নিন্দা করেছিলেন তিনি।

সঙ্গে এও লিখেছিলেন, ‘আশা করি আমরা যারা সুস্থ মস্তিষ্কের মানুষ তারা একই রকম ভয় পায় যখন গোহত‍্যার সন্দেহে পিটিয়ে মারা হয় বা রাজস্থানে যখন লভ জিহাদ সন্দেহে একজন দরিদ্র শ্রমিককে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। এটা পুতুল, ওরা আসল মানুষ ছিল। পরিচয়ের উপরে যেন ভয় নির্ভর না করে।’

সম্পর্কিত খবর

X